রূপগঞ্জের কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী উপস্থিতি বেশি

নিজস্ব প্রতিবেদক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি, রূপগঞ্জ থেকে
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেশ কিছু ভোটকেন্দ্রে পুরুষের চাইতে নারী ভোটারদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটকেন্দ্রগুলোতে অলস সময় অতিবাহিত করছেন পোলিং অফিসার ও এজেন্টরা। অন্যদিকে নারী কেন্দ্রে ব্যস্ততা ছিল লক্ষণীয়। 

আজ রোববার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রূপগঞ্জের অন্তত ১০টি কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে। এর মধ্যে রূপসী নিউ মডেল, আতলাপুর প্রাইমারি স্কুল, কেন্দুয়া প্রাইমারি স্কুল, আতলাশপুর, কাঞ্চন ভারতচন্দ্র কেন্দ্র অন্যতম। 

সরেজমিনে কেন্দ্রগুলোতে দেখা যায়, পুরুষ ভোটারদের উপস্থিতি খুবই কম। অন্যদিকে নারী কেন্দ্রে দীর্ঘ লাইন। সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন প্রিসাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। 

ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো কেন্দুয়া এলাকার গৃহিণী মানসুরা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ঘরে নাশতা বানাইয়া আইয়া পরছি। আইয়া দেখি লম্বা লাইন। সামনে আগায় না। বুড়া মহিলাগো ভোট দিতে সময় লাগে। সেই জন্যে আস্তে আস্তে যায়।’ 

এ দিকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছিলেন ইসরাত নামের এক নারী। তিনি বলেন, ‘এখন অনেক ভিড়। দুপুরে খাওয়া দাওয়া কইরা আইসা ভোট দিমু।’ 

আতলাপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের এক পোলিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নাকি ঝামেলা হয়েছিল। তাই হয়তো পুরুষ ভোটারেরা কম আসছে। একজন-দুজন করে ভোটার আসেন আর ভোট দিয়ে চলে যান। হয়তো পরে আসবেন তারা।’ 

কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আসিফ মাহমুদ বলেন, ‘সকালে পুরুষেরা ভোট দিয়ে গেছে। এখন নারীদের চাপ বেশি। দুপুরে আবার পুরুষদের চাপ বাড়বে। আমার কেন্দ্রে ১০টা পর্যন্ত ১৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে।’ 

অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারদের অংশগ্রহণ বেশি। ছবি: আজকের পত্রিকাদুই ঘণ্টায় ৬৫১ ভোট পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। কেন্দ্রটিতে ৪ হাজার ৬১ ভোট রয়েছে। প্রতিটি বুথে সব প্রার্থীর এজেন্ট নেই। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ভোটকেন্দ্রটিতে বিপুলসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো ধরনের বাধা বা সমস্যায় পড়তে হয়নি ভোটারদের। তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। ভোট কেন্দ্রটিতে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য সংখ্যক বেশি লক্ষ্য করা যায়। 

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার নূরে আলম শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ভোটারের উপস্থিত বেশি। পুরুষ ভোটারের সংখ্যা ভালো আছে। সকাল থেকে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত