ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন।
নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়।
সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন।
নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়।
সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১০ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২১ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৪১ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১ ঘণ্টা আগে