নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে
এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।
ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে
এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১১ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৬ মিনিট আগে