শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমরা শিবচরে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। শেখ হাসিনা স্পোর্টস সিটি যদি আমাদের মাটিতে হয়, তাহলে দেশ-বিদেশ থেকে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলাধুলা করতে আসবে। ওই স্পোর্টস সিটির মধ্যে একটি অলিম্পিক ভিলেজও থাকবে। সেখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘স্পোর্টস সিটি নির্মাণের জন্য মাদারীপুর জেলার শিবচর ও ফরিদপুরের সদরপুর মিলিয়ে প্রায় ৩ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা এখানে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। যদি পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব হয়, তাহলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই স্পোর্টস সিটির কাজ শুরু করব।’
নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘শিবচরে ইনডোর স্টেডিয়াম করা হচ্ছে, যেখানে ইনডোর গেমের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী একটি করে শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। খেলাধুলার জন্য আওয়ামী লীগ সরকার যে ব্যাপক কর্মসূচি নিয়েছে, তাতে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। আমাদের দেশ ক্রিকেটে অনেক নাম করেছে। আমাদের মেয়েরাও অনেক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে ফুটবলেও আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনব।’
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্লব হাজরা।
উল্লেখ্য, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘মাদারীপুর উৎসব’-এ বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিবচরের হাতির বাগান মাঠে। ফাইনালে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে রাজৈর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর উপজেলা।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমরা শিবচরে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। শেখ হাসিনা স্পোর্টস সিটি যদি আমাদের মাটিতে হয়, তাহলে দেশ-বিদেশ থেকে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলাধুলা করতে আসবে। ওই স্পোর্টস সিটির মধ্যে একটি অলিম্পিক ভিলেজও থাকবে। সেখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘স্পোর্টস সিটি নির্মাণের জন্য মাদারীপুর জেলার শিবচর ও ফরিদপুরের সদরপুর মিলিয়ে প্রায় ৩ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা এখানে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। যদি পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব হয়, তাহলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই স্পোর্টস সিটির কাজ শুরু করব।’
নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘শিবচরে ইনডোর স্টেডিয়াম করা হচ্ছে, যেখানে ইনডোর গেমের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী একটি করে শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। খেলাধুলার জন্য আওয়ামী লীগ সরকার যে ব্যাপক কর্মসূচি নিয়েছে, তাতে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। আমাদের দেশ ক্রিকেটে অনেক নাম করেছে। আমাদের মেয়েরাও অনেক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে ফুটবলেও আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনব।’
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্লব হাজরা।
উল্লেখ্য, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘মাদারীপুর উৎসব’-এ বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিবচরের হাতির বাগান মাঠে। ফাইনালে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে রাজৈর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর উপজেলা।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে