নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকায় ছেলেসন্তান হওয়ার খবরে বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে ভাঙচুরের ঘটনায় ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তাররা হলেন জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০), পাহাড়ী (৫৪), জ্যোতি (২৫), সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে মামলা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুদ রানা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। পাঁচ মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান হয়। এর পর থেকে প্রায়ই হিজড়ারা চাঁদার জন্য আসত। তাঁরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু বাসায় প্রবেশ করতে না দিয়ে গেটের নিরাপত্তাকর্মী তাঁদের চলে যেতে বলেন। এভাবে তাঁরা বেশ কয়েকবার আসেন।
সর্বশেষ আজ বেলা ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ১৫-২০ জন হিজড়া বাসার নিচে এসে আগের দাবি করা টাকা দেওয়ার জন্য চাপ দেন। এ সময় তাঁদের চলে যেতে বললে বাসার নিরাপত্তাকর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান। পরে বাসার ভেতরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি মামলার বাদী মাসুদের ওপরও হামলা চালান হিজড়ারা। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় অজ্ঞাত অনেকেই পালিয়ে যায়।
রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকায় ছেলেসন্তান হওয়ার খবরে বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে ভাঙচুরের ঘটনায় ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তাররা হলেন জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০), পাহাড়ী (৫৪), জ্যোতি (২৫), সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে মামলা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুদ রানা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। পাঁচ মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান হয়। এর পর থেকে প্রায়ই হিজড়ারা চাঁদার জন্য আসত। তাঁরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু বাসায় প্রবেশ করতে না দিয়ে গেটের নিরাপত্তাকর্মী তাঁদের চলে যেতে বলেন। এভাবে তাঁরা বেশ কয়েকবার আসেন।
সর্বশেষ আজ বেলা ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ১৫-২০ জন হিজড়া বাসার নিচে এসে আগের দাবি করা টাকা দেওয়ার জন্য চাপ দেন। এ সময় তাঁদের চলে যেতে বললে বাসার নিরাপত্তাকর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান। পরে বাসার ভেতরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি মামলার বাদী মাসুদের ওপরও হামলা চালান হিজড়ারা। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় অজ্ঞাত অনেকেই পালিয়ে যায়।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে