রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক যুবক মারা গেছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পথচারী মো. বাপ্পি জানান, দুপুরে মগবাজার রেলগেটের পাশে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় ইনসাফ আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাজীপাড়া এলাকায়। আপনের বাবা গোলাম মোস্তফা অনেক আগেই মারা গেছেন। আর মা অন্য জায়গায় থাকেন। ঢাকায় মগবাজার এলাকায় থাকত আপন। তবে ভবঘুরে জীবনযাপন করত সে। জানতে পেরেছি মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে আপনের মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে মগবাজার এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পথচারীরা জানান, ট্রেন ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত