যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২১, ১২: ৩০

ঢাকা: করোনা সংক্রমণ বাড়ার কারণে রাজশাহী মহানগরীতে এক সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসক। ফলে আজ রাজশাহী থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেসব ট্রেনের যারা অগ্রিম টিকিট কেটেছিল তাদের টাকা ফেরত দিচ্ছে রেল কর্তৃপক্ষ। 

ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করা আন্তনগর বনলতা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। ফলে এসব ট্রেনের টিকিটের টাকা ফেরত নিতে কমলাপুর রেলস্টেশনে আজ শুক্রবার সকালে ভিড় জমিয়েছে যাত্রীরা। 

বাতিল হওয়া ট্রেনের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানত চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, '১১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বনলতা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট যারা কেটেছিল তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে টাকা ফেরত নিতে হলে সঙ্গে টিকিট আনতে হবে। রাজশাহীর যতগুলো ট্রেনের যাত্রা বাতিল হয়েছে যাত্রীরা চাইলে সংশ্লিষ্ট কাউন্টার থেকে ট্রেনের টিকিটের টাকা ফেরত নিতে পারবেন'। 

কমলাপুরে টিকিট ফেরত দিতে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ কাল রাতের ট্রেনের যাত্রা বাতিল করায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। অনেকের স্টেশনে এসে জানতে পেরেছেন সংশ্লিষ্ট ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। ফলে কাউন্টার থেকে টিকিটের টাকা নিয়ে আবার বাড়ি ফিরে গেছেন। যাত্রীরা বলছেন, এমন ঘোষণা হলে যাত্রীদের মেসেজ দিয়ে জানালে ব্যাগ পত্র নিয়ে স্টেশনে এসে এত ভোগান্তিতে পড়তে হয় না। 

আগামী ১১ জুন হতে ১৭ জুন তারিখ পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে। 

আজ সার দেশে যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলো হলো- পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, উত্তরা এক্সপ্রেস। 

কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। রাজশাহী পর্যন্ত না গিয়ে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে সেগুলো হলো, সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস। 

গত ২৪ মে থেকে যাত্রীবাহী আন্তনগর ও কমিউটার যাত্রীবাহী ট্রেন চালু করেছিল বাংলাদেশ রেলওয়ে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত