নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে এক পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।
আজ ভোর ৫টায় এই ঘটনায় আহত রিয়া আক্তারের মামা মোহাম্মদ আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
মামলায় ক্রেন চালক, ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির (চায়না) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নির্মাণাধীন কাজের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আসামি করা হয়। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে বাদী উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ভাই মনির হোসেনের একটি ফোন কল পান। ফোনে জানতে পারেন তাঁর বোনকে বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে উত্তরা জসিমউদ্দিন প্যারাডাইস টাওয়ারের সামনে আসেন। এসে দেখতে পান তাঁর ভাগনি রিয়া এবং ভাগনি জামাই রেজাউল করিম হৃদয়কে গাড়ি থেকে লোকজন টেনে বের করেছে। বাকিরা গাড়ির মধ্যে চাপা পড়ে আছে। গাড়ির ওপরে ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে আছে। উপস্থিত লোকজনের কাছে তিনি পারেন ক্রেনের মাধ্যমে ওপরে ওঠানোর সময় তা কাত হয়ে নিচে পড়ে যায়। বোন ও আত্মীয়-স্বজনকে বহন করা গাড়ির ওপর এসে পড়ে গার্ডার। এতে গাড়িটি চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা আইয়ুব হোসেন রুবেল, ফাহিমা আক্তার, ঝর্ণা আক্তার, জান্নাতুল ও জাকারিয়া মারা যায়।
ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই দুই বোন, দুই ভাগনে-ভাগনি, ভাগনি জামাইয়ের বাবার মৃত্যু হয়েছে।
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে এক পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ তারিখ ধার্য করেন।
আজ ভোর ৫টায় এই ঘটনায় আহত রিয়া আক্তারের মামা মোহাম্মদ আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
মামলায় ক্রেন চালক, ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির (চায়না) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নির্মাণাধীন কাজের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে আসামি করা হয়। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে বাদী উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ভাই মনির হোসেনের একটি ফোন কল পান। ফোনে জানতে পারেন তাঁর বোনকে বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে উত্তরা জসিমউদ্দিন প্যারাডাইস টাওয়ারের সামনে আসেন। এসে দেখতে পান তাঁর ভাগনি রিয়া এবং ভাগনি জামাই রেজাউল করিম হৃদয়কে গাড়ি থেকে লোকজন টেনে বের করেছে। বাকিরা গাড়ির মধ্যে চাপা পড়ে আছে। গাড়ির ওপরে ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে আছে। উপস্থিত লোকজনের কাছে তিনি পারেন ক্রেনের মাধ্যমে ওপরে ওঠানোর সময় তা কাত হয়ে নিচে পড়ে যায়। বোন ও আত্মীয়-স্বজনকে বহন করা গাড়ির ওপর এসে পড়ে গার্ডার। এতে গাড়িটি চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা আইয়ুব হোসেন রুবেল, ফাহিমা আক্তার, ঝর্ণা আক্তার, জান্নাতুল ও জাকারিয়া মারা যায়।
ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই দুই বোন, দুই ভাগনে-ভাগনি, ভাগনি জামাইয়ের বাবার মৃত্যু হয়েছে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে