মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

ঢামেক প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে দক্ষিণ মুগদার মাতব্বরগলির ৩৭ নম্বর বাড়ির নিচতলায় দুর্ঘটনাটি ঘটে।

দগ্ধ ওই চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বারৈ (৩২), তাঁদের একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও সুধাংশুর শাশুড়ি সেফালী রাণী বারৈ (৫৫)। 

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ বলেন, ‘আমার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুর ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাইয়ের পেট ব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে তাঁরা ঢাকায় আমার বাসায় ওঠেন।’

পলাশ জানান, আজ সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যায়। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্না ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা চারজনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তাঁদের সবার অবস্থাই গুরুতর। তাঁদেরকে দেখা হচ্ছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে বলা যাবে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ধারণা করছি, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তাঁরা দগ্ধ হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত