Ajker Patrika

ঘরে গ্রাম থেকে বেড়াতে আসা ‘দাদা’র মরদেহ, পলাতক দম্পতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২২: ৩১
ঘরে গ্রাম থেকে বেড়াতে আসা ‘দাদা’র মরদেহ, পলাতক দম্পতি

সাভারের আশুলিয়ায় একটি ঘর থেকে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের মালিকানাধীন টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার রাতে ওই কক্ষে ভাড়া থাকা দম্পতির ‘দাদা’ পরিচয়ে সেখানে আসেন ওই অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনার পর থেকে ওই দম্পতি পলাতক রয়েছে। 

বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান, বাড়ির একটি কক্ষে সবুজ ও জেসমিন নামে এক দম্পতি গত পাঁচ মাস ধরে বসবাস করে আসছিলো। গত রাতে জেসমিনের ‘দাদা’ পরিচয়ে এক ব্যক্তি গ্রাম থেকে বেড়াতে আসেন। পরে আজ সারা দিন তাদের ঘর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এমনকি বাইরের যৌথ রান্না ঘরে সারা দিন তাদের কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। পরে কক্ষের কাছে গিয়ে দেখা যায় দরজা তালা দেওয়া। দুই মাসের ঘর ভাড়া বকেয়া ছিল বলে প্রথমে সবাই ভেবেছিল ভাড়া না দিয়ে হয়তো পালিয়েছে তারা। কিন্তু তালা ভেঙ্গে ঘরের মেঝেতে গলায় গামছা পেছানো অবস্থায় ওই ‘দাদা’ পরিচয় দেওয়া ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। পরে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়।

রাজিদা বেগম নামে এক প্রতিবেশী জানান, গতকাল (শনিবার) গভীর রাত পর্যন্ত তাদের ঘরে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজছিলো। 

পলাতক দম্পতি সুবজ ও জেসমিন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। তবে পরিচয় সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সবুজ রাজমিস্ত্রীর কাজ করতো ও জেসমিন গৃহিনী।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে দম্পতি। তবে নিহতের পরিচয় পাওয়া গেলে জানা যাবে তারা আসলেই আত্নীয় কি না; হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত