প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ই-কমার্স গ্রাহকদের সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন (বিইসিএ)। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বিইসিএ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
১। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দিতে হবে।
২। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে তিন-চার কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্ট করা টাকা ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়েগুলোকে ডিজিটাইজ করার বিকল্প নেই।
৩। বন্ধ ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা গেটওয়েতে (গ্রাহক) দাবি জানালেই ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে ওই ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন নেই।
৪। যদি কোনো কারণে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে, অথবা সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার যারা এর দায়িত্বে আছেন, সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে।
৫। নতুন পুরোনোসহ সব ডিসকাউন্ট দেওয়া ই-কমার্স কোম্পানিগুলোর লাভ-লোকসানের হিসাব প্রতি মাসে নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। নিরীক্ষার খরচ চাইলে সরকার অথবা ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে।
৬। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নতুন করে বিজনেস করতে আসে, সে ক্ষেত্রে ব্যবসায়িক পরিধির ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। অথবা ডিসকাউন্ট ভ্যালুর সমপরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে।
৭। এসক্রো পদ্ধতিকে অটোমেটিক ও ডিজিটাল করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। প্রয়োজনে এসক্রো সিস্টেমের ড্যাশবোর্ডে কাস্টমার, মার্চেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক—সবার এক্সেস দিতে হবে।
কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ই-কমার্স গ্রাহকদের সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন (বিইসিএ)। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বিইসিএ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
১। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দিতে হবে।
২। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে তিন-চার কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্ট করা টাকা ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়েগুলোকে ডিজিটাইজ করার বিকল্প নেই।
৩। বন্ধ ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা গেটওয়েতে (গ্রাহক) দাবি জানালেই ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে ওই ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন নেই।
৪। যদি কোনো কারণে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে, অথবা সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার যারা এর দায়িত্বে আছেন, সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে।
৫। নতুন পুরোনোসহ সব ডিসকাউন্ট দেওয়া ই-কমার্স কোম্পানিগুলোর লাভ-লোকসানের হিসাব প্রতি মাসে নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। নিরীক্ষার খরচ চাইলে সরকার অথবা ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে।
৬। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নতুন করে বিজনেস করতে আসে, সে ক্ষেত্রে ব্যবসায়িক পরিধির ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। অথবা ডিসকাউন্ট ভ্যালুর সমপরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে।
৭। এসক্রো পদ্ধতিকে অটোমেটিক ও ডিজিটাল করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। প্রয়োজনে এসক্রো সিস্টেমের ড্যাশবোর্ডে কাস্টমার, মার্চেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক—সবার এক্সেস দিতে হবে।
সরকারি চাকরি সোনার হরিণ। আর তা ধরতেই যেন মরিয়া হয়েছিলেন ৩৫ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের নিয়োগ পাওয়া মো. কামাল হোসেন। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা-জালিয়াতি করে কোটা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ মিনিট আগেসুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে চিঠি দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা নয়টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেওয়া হয়।
২০ মিনিট আগে১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না বরিশালের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। গতকাল বুধবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
২৮ মিনিট আগে