Ajker Patrika

জাবি সাংবাদিক সমিতির সভাপতি উজ্জল, সম্পাদক ইমরান

জাবি প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৩, ১৭: ০৪
জাবি সাংবাদিক সমিতির সভাপতি উজ্জল, সম্পাদক ইমরান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির সভাপতি পদে আরিফুজ্জামান উজ্জল (ইত্তেফাক) ও ইমরান হোসাইন (মানবজমিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) নির্বাচনের (২০২৩-২৪ সেশন) ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। 

নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সহসভাপতি শাহাদাত হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগো নিউজ ২৪ ডটকম), কোষাধ্যক্ষ মেহেদি মামুন (বণিক বার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)। 

সদস্য হয়েছেন-আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) ও বায়েজিদ হাসান রাকিব (ইনকিলাব)। 

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন। 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত