ঢামেক প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাঁদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)।
দগ্ধ আম্বিয়ার মেয়েজামাই নূর আলম জানান, নবীনগর হাউজিংয়ের বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসাবাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন।
নূর আলম আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাঁরা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন, তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তাঁর শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তাঁর হাতও দগ্ধ হয়। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাঁদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)।
দগ্ধ আম্বিয়ার মেয়েজামাই নূর আলম জানান, নবীনগর হাউজিংয়ের বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসাবাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন।
নূর আলম আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাঁরা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন, তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তাঁর শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় কাজল মায়ের শরীরের আগুন নেভাতে গেলে তাঁর হাতও দগ্ধ হয়। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
৪ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
৯ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেবগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২৩ মিনিট আগে