Ajker Patrika

সড়ক বিভাজকের মাঝ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৬
সড়ক বিভাজকের মাঝ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঘের বাজার এলাকার মহাসড়কের বিভাজক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম আবু বক্কর (২৫)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ওপরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহতের ভাই আ. হালিম জানান, তাঁরা দুই ভাই বাঘের বাজার এলাকার ফুটওভার ব্রিজে থেকে আশপাশে পড়ে থাকা বোতল সংগ্রহ করতেন। তাঁর ছোট ভাই আবু বক্কর মানসিক রোগী ও মাদকাসক্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তাঁরা একসঙ্গে রাতের খাবার খান। পরে আবু বক্কর বোতল টোকানোর কথা বলে বেরিয়ে যান। তিনি তাঁর ভাইয়ের জন্য ফুটওভার ব্রিজের ওপর বসে থাকেন। অনেক রাত হয়ে গেলেও আবু বক্কর ফিরে না এলে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আজ ভোর ৬টার দিকে মহাসড়কের ফুটওভার ব্রিজের সড়ক বিভাজকের মাঝে স্থানীয়রা আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত