নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ (মঙ্গলবার) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে বৃহস্পতিবার ১১ এপ্রিল। তাই আগামীকাল বুধবার ও শুক্রবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এই টিকিট অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাবে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।
তিনি বলেন, ‘১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দুই দিন শুধু রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে, সেগুলো চলবে না।’
এদিকে আজ শেষ হচ্ছে রেলের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। গত ৫ এপ্রিল থেকে সাত দিনের অগ্রিম টিকিট যাত্রা শুরু করেন ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে।
রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে।
এদিকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কমলাপুরে স্বাভাবিক যাত্রা হলেও রাত থেকে বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে কাল থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই যাত্রীরা ছাদে করেও ঢাকা ত্যাগ করেছেন।
আজ (মঙ্গলবার) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে বৃহস্পতিবার ১১ এপ্রিল। তাই আগামীকাল বুধবার ও শুক্রবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এই টিকিট অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাবে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।
তিনি বলেন, ‘১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দুই দিন শুধু রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে, সেগুলো চলবে না।’
এদিকে আজ শেষ হচ্ছে রেলের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। গত ৫ এপ্রিল থেকে সাত দিনের অগ্রিম টিকিট যাত্রা শুরু করেন ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে।
রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে।
এদিকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কমলাপুরে স্বাভাবিক যাত্রা হলেও রাত থেকে বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে কাল থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই যাত্রীরা ছাদে করেও ঢাকা ত্যাগ করেছেন।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে