শ্রমিকের অধিকার নিশ্চিত হলেই টিকে থাকবে চামড়াশিল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৩২
Thumbnail image

চামড়াশিল্পকে টিকিয়ে রাখতে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ট্যানারি শিল্পের সমস্যা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, সরকার ঘোষিত ট্যানারি শ্রমিকদের নিম্নতম মজুরি ৫ শতাংশ বাড়ানোসহ ১০ দফা দাবি উপস্থাপন করেন। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে সরকার অনুমোদিত ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া, চামড়াশিল্প নগরীতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, নারী ট্যানারি শ্রমিকদের সব সুবিধা দেওয়া, ট্যানারি মালিক ও ইউনিয়নের সম্পাদিত চুক্তির বাস্তবায়ন, মধ্যস্বত্বভোগী কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করানো বন্ধ করা, নিয়োগপত্রসহ শ্রম আইন অনুযায়ী চাকরির শর্ত মেনে চলা, দ্বিতীয় পর্যায়ে চামড়া শিল্প নগরী গড়ার উদ্যোগে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নকে যুক্ত করা। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম খানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত