নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।
জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।
জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’
ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’
সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।
জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।
জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’
ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
১১ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২৬ মিনিট আগে