Ajker Patrika

দেশটাকে তো জ্বালিয়ে দিলেন: দলীয় প্রতীকে ইউপি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৫
দেশটাকে তো জ্বালিয়ে দিলেন: দলীয় প্রতীকে ইউপি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের কারণে রাজনৈতিক বিভক্তি পরিবারেও ছড়িয়ে পড়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। এ বিষয়টি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন বলে উল্লেখ করেছেন।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় পানিতে ডুবে নিহত শিশু মিম (৯) ও ঝুমার (৯) বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত শনিবার বাড়ির পাশের পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মার্কা (দলীয় প্রতীক) পছন্দ করি না। আমি প্রধানমন্ত্রীকেও এ কথা বলেছি। আপনি দেশটাতে তো আগুন জ্বালিয়ে দিলেন! এমপি ইলেকশন হোক দলীয় প্রতীক দিয়ে, উপজেলাতে হোক মার্কা দিয়ে। তার নিচে কেন যাবেন! এতে চাচার সঙ্গে ভাতিজার, ভাতিজার সঙ্গে ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়; মনোমালিন্য হয়। কেন এটা করতে গেলেন? উনি (প্রধানমন্ত্রী) এটা স্বীকারও করেছেন—এটা ঠিক হয়নি।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় মানুষের মধ্যে সম্মানবোধ ছিল। কিন্তু এখন আর সেটি পাওয়া যায় না। এখন বাবাকেই ছেলে সম্মান করে না। অনেক ছেলে বিয়ে করার পর বউকে নিয়ে খায়, অথচ মা-বাবা কী খেলো তার খোঁজও রাখে না। এটা এখন সমাজের সবচেয়ে বড় ব্যাধি। একটি আইন হচ্ছে, বাবা-মাকে দেখাশোনা না করলে জেল-জরিমানা হবে। মা-বাবা তো রাস্তার ফেলনা জিনিস নয়!’

তিনি বলেন, ‘আমি রাজনীতিকে মূল্য দিই অনেক, কিন্তু তার চাইতেও বেশি মূল্য দিই মানুষকে। রাজনৈতিক উত্থান-পতন রয়েছে। তবে এ অঞ্চলের মানুষ আমার কাছে এক এবং অভিন্ন। তাঁদের নিয়ে আমার কোনো দলাদলি নেই। নির্বাচন হলো একটি খেলার মতো, যতক্ষণ খেলা হয়, দুই দলে বিভক্ত হয়ে খেলতে হয়। খেলা শেষ হলেই পুনরায় একত্রে চলতে হয়।’

সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নয়ন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান, নিহত মিমের বা কামরুল হাসান, ঝুমার বাবা বাবুল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার দুপুরের পর উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকার কামরুল হাসানের মেয়ে মিম ও বাবুল মিয়ার মেয়ে ঝুমা নিখোঁজ হয়। পরে রাত ১০টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত