Ajker Patrika

ঈদের আগে কেন একের পর এক মার্কেটে আগুন, খতিয়ে দেখতে বললেন ফায়ার সার্ভিসের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২: ৪৪
ঈদের আগে কেন একের পর এক মার্কেটে আগুন, খতিয়ে দেখতে বললেন ফায়ার সার্ভিসের ডিজি

ঈদুল ফিতরের আগে রাজধানীতে একের পর এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা নাশকতার ঘটনা কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আজ শনিবার ভোরে ঢাকার অন্যতম ব্যস্ততম মার্কেট নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল ১০টা ২০ মিনিটে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। অধিকাংশ আগুন ভোরে ঘটছে। ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

এসব অগ্নিকাণ্ড একই সূত্রে গাঁথা নাশকতা কি না, জানতে চাইলে মাইন উদ্দিন বলেন, ‘আমি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।’

ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এক স্বেচ্ছাসেবকসহ ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য আহত হয়েছেন জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমাদের মনোযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘কিন্তু উৎসুক জনতার ভিড় আগুন নিয়ন্ত্রণকে ব্যাহত করছে। আমি আহ্বান জানাব, শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন, তবে আমাদের কাজ আরও সহজ হবে।’

এর আগে গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে এবং ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির নেতাদের দাবি।

এর ১০ দিনের মাথায় নবাবপুর মার্কেটের একটি গুদামে আগুন লাগে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত