গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঈদযাত্রার শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে কোথাও যানবাহন চলছে ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বেড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
যানবাহনের চাপ বাড়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে হালকা যানজট লাগলেও পরে ধীরগতিতে চলছে।’
সরেজমিনে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটারজুড়ে কোথাও যানজট এবং কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে যাত্রীরা গাড়িতেই দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে বাধ্য হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে অস্বস্তি বোধ করছে।
রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে কুমিল্লায় বাড়িতে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে এক স্থানেই দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা শিশুর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।’
কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক রাজিব খান বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজে জুমার নামাজের আগে ঢাকা যেতে হবে। যানজট ও ধীরগতির কারণে যাওয়া হলো না। এখন বাড়ি ফিরে যাব।’ আরেক যাত্রী মাসুদ মিয়া বলেন, ‘সকাল ৮টায় বাড়ি থেকে রওনা দিয়েছি। বাসেই বসে আছি। গাড়ি কোনো দিকে যায় না।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সনি পরিবহনের বাসের চালক রাজু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এসে যানজটে আটকা পড়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। এতে বাসের যাত্রীদের শৌচাগার, খাবারসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয়েছে।’
ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, ‘আজ সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকা থেকে গজারিয়ায় আসতে অন্যদিনের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঈদযাত্রার শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে কোথাও যানবাহন চলছে ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বেড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
যানবাহনের চাপ বাড়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে হালকা যানজট লাগলেও পরে ধীরগতিতে চলছে।’
সরেজমিনে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটারজুড়ে কোথাও যানজট এবং কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে যাত্রীরা গাড়িতেই দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে বাধ্য হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে অস্বস্তি বোধ করছে।
রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে কুমিল্লায় বাড়িতে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে এক স্থানেই দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা শিশুর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।’
কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক রাজিব খান বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজে জুমার নামাজের আগে ঢাকা যেতে হবে। যানজট ও ধীরগতির কারণে যাওয়া হলো না। এখন বাড়ি ফিরে যাব।’ আরেক যাত্রী মাসুদ মিয়া বলেন, ‘সকাল ৮টায় বাড়ি থেকে রওনা দিয়েছি। বাসেই বসে আছি। গাড়ি কোনো দিকে যায় না।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সনি পরিবহনের বাসের চালক রাজু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এসে যানজটে আটকা পড়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। এতে বাসের যাত্রীদের শৌচাগার, খাবারসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয়েছে।’
ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, ‘আজ সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকা থেকে গজারিয়ায় আসতে অন্যদিনের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
৩ মিনিট আগেরাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৫ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
৭ মিনিট আগেফরিদপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাঁদের নদীতে ভেসে থাকতে দেখে অন্য জেলেরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।
৮ মিনিট আগে