ঢামেক প্রতিনিধি
গুলশানে আগুনের ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগ থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।
শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুজন পুরুষ এসেছিল। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শরীরে কোনো পোড়া না থাকলেও শ্বাসনালি পোড়া ছিল। তারা সুস্থ থাকায় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শামা রহমান সিনহাকে (৩৭) ভর্তি রাখা হয়েছে। ওই নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা শঙ্কামুক্ত না। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে এবং লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে আহত মুসার ভাই আসাদ শিকদার জানান, মুসা গুলশানে ওই ভবনের ১০তলায় নিউজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ইব্রাহীমের ব্যক্তিগত গাড়ি চালক। তাঁর বাসা কুড়িল বিশ্ব রোডে। ঘটনার সময় তাঁকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
আহত রওশন আলীর স্ত্রী উম্মে কুলসুম জানান, আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় থাকেন তাঁরা। আশুলিয়ার নিউজ গ্রুপের অফিস সহকারী ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে অফিশিয়াল কাজে গুলশানে ওই বাসার ১০তলায় এমডি আরিফ ইব্রাহিমের সঙ্গে দেখা করতে যান। কিছু সময় পর অগ্নিকাণ্ডের ফলে আশপাশে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাসার অন্য সদস্যদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলকনিতে মুসা ও রওশন আলী আটকে পড়েন।
উম্মে কুলসুম আরও জানান, মুসা ও রওশন ১০তলা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ একটা টর্চের আলো তাঁদের চোখে পড়ে এবং লাফ দিতে নিষেধ করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
গুলশানে আগুনের ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগ থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।
শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুজন পুরুষ এসেছিল। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শরীরে কোনো পোড়া না থাকলেও শ্বাসনালি পোড়া ছিল। তারা সুস্থ থাকায় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শামা রহমান সিনহাকে (৩৭) ভর্তি রাখা হয়েছে। ওই নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা শঙ্কামুক্ত না। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে এবং লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে আহত মুসার ভাই আসাদ শিকদার জানান, মুসা গুলশানে ওই ভবনের ১০তলায় নিউজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ইব্রাহীমের ব্যক্তিগত গাড়ি চালক। তাঁর বাসা কুড়িল বিশ্ব রোডে। ঘটনার সময় তাঁকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
আহত রওশন আলীর স্ত্রী উম্মে কুলসুম জানান, আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় থাকেন তাঁরা। আশুলিয়ার নিউজ গ্রুপের অফিস সহকারী ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে অফিশিয়াল কাজে গুলশানে ওই বাসার ১০তলায় এমডি আরিফ ইব্রাহিমের সঙ্গে দেখা করতে যান। কিছু সময় পর অগ্নিকাণ্ডের ফলে আশপাশে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাসার অন্য সদস্যদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলকনিতে মুসা ও রওশন আলী আটকে পড়েন।
উম্মে কুলসুম আরও জানান, মুসা ও রওশন ১০তলা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ একটা টর্চের আলো তাঁদের চোখে পড়ে এবং লাফ দিতে নিষেধ করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে