জবি প্রতিনিধি
২০২৩-২৪ অর্থবছরে ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ বছর বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। যা মূল বাজেটের ২ দশমিক ১২ শতাংশ। তবে গত অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ গবেষণা খাতে গত বছরের তুলনায় বরাদ্দ ৭২ লাখ টাকা বেড়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ হজে থাকায় অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন বাজেট উপস্থাপন করেন।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা; যা মূল বাজেটের ৭৭ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পণ্য-সেবা বাবদ সহায়তা এবং পেনশন খাতে বরাদ্দ যথাক্রমে ২৭ কোটি ৫০ লাখ টাকা ও ৪ কোটি ৭৩ লাখ টাকা।
এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭ লাখ, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫ লাখ ও অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নিট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল। গত ২২ মে ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২০২৩-২৪ অর্থবছরে ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ বছর বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। যা মূল বাজেটের ২ দশমিক ১২ শতাংশ। তবে গত অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ গবেষণা খাতে গত বছরের তুলনায় বরাদ্দ ৭২ লাখ টাকা বেড়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ হজে থাকায় অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন বাজেট উপস্থাপন করেন।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা; যা মূল বাজেটের ৭৭ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পণ্য-সেবা বাবদ সহায়তা এবং পেনশন খাতে বরাদ্দ যথাক্রমে ২৭ কোটি ৫০ লাখ টাকা ও ৪ কোটি ৭৩ লাখ টাকা।
এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭ লাখ, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫ লাখ ও অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নিট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল। গত ২২ মে ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে