সাভারের আশুলিয়ায় এক ঘণ্টার ব্যবধানে চলন্ত বাস ও প্রাইভেট কারে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪: ১১
Thumbnail image
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় এক ঘণ্টার ব্যবধানে চলন্ত বাস ও প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার বিশমাইল-দুর্গাপুর-টঙ্গাবাড়ী-আশুলিয়া সড়কের দুর্গাপুরে এ ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনার শিকার হয়েছেন আশুলিয়া দক্ষিণ গাজীরচটের সিনসিন মোড় এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। এর আগে রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের মধ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রেজাউল করিম গতকাল শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজের প্রাইভেট কারে করে রাজধানীর মিরপুরে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বিশমাইল-দুর্গাপুর-টঙ্গাবাড়ী-আশুলিয়া সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানার সামনে পৌঁছালে তিন-চারজনের একটি ডাকাত দল গাড়ির গতি রোধ করে। গাড়িটি থামানোর পরপরই তাঁরা হামলা করে গাড়ির সামনের দুই পাশের গ্লাস ভেঙে ফেলে। এরপর তাঁরা রেজাউল করিমের কাছে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমির মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় রাতেই রেজাউল করিমের ভাই মাসুদ রানা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

সাব্বির নামের এক যুবক বলেন, গতকাল শুক্রবার রাতে একই স্থানে ডাকাতের কবলে পড়েন তিনি। তিনি মোটরসাইকেলযোগে ওই পথে যাচ্ছিলেন। তবে তিনি কৌশলে ডাকাতদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরের বিষয়টি জরুরি সেবা ট্রিপল নাইন ও আশুলিয়া থানার পুলিশকে জানান। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন, পুলিশ ব্যবস্থা না নেওয়ায় রেজাউল করিমের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, প্রায় রাতেই সাভার ও আশুলিয়ার বিরুলিয়া এবং আশুলিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলোতে ডাকাতির ঘটনা ঘটছে। রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগের জন্য সাভার ও আশুলিয়ার মানুষ এই এলাকার সড়ক ব্যবহার করে থাকেৎ। শিল্প কারখানার মালিক ও কর্মকর্তারা এই পথে যাতায়াত করে থাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে ডাকাতেরা বিভিন্ন নির্জন স্থানে অবস্থান নিয়ে মানুষের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে। অনেক বছর ধরে এই এলাকায় ডাকাতের উৎপাত ছিল না। সম্প্রতি ডাকাতেরা সক্রিয় হয়ে উঠেছে।

এসব বিষয়ে জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চলন্ত বাসে ডাকাতি নয়, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

দুর্গাপুরে প্রাইভেট কার থেকে টাকা ও মোবাইল ফোন লুটের বিষয়ে শাহিনুর কবীর বলেন, ‘ওই এলাকায় প্রতিদিনই পুলিশের পাহারা থাকে। বাইপাইলে যানজটের কারণে গত রাতে পুলিশ যথাসময়ে পৌঁছাতে পারেনি। এ কারণে কোনো ঘটনা ঘটতে পারে। মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে রাতে আর যাতে কোনো ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে জন্য আজ শনিবার রাত থেকে পুলিশের পাহারা জোরদার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত