পদ্মায় পড়ে চীনা প্রকৌশলী নিখোঁজ

প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২১, ১০: ২১
আপডেট : ২৩ জুন ২০২১, ১০: ৩৬

লৌহজং (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজে নিয়োজিত এক চীনা প্রকৌশলী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে ঝাও (২৫) নামের ওই চীনা নাগরিককে পাওয়া যাচ্ছে না। সহকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তিনি কোনোভাবে পদ্মায় পড়ে তলিয়ে গেছেন।

লৌহজং উপজেলার শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক ১৩ নম্বর টাওয়ার নির্মাণের কাজে এই চীনা প্রকৌশলী নিয়োজিত ছিলেন। 

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, টাওয়ারের বিশাল জায়গায় শেড তৈরি করেই কর্মীরা থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। কাজ করার সময় ঝাও নিখোঁজ হন। 

কোস্টগার্ড মাওয়া স্টেশন ও মাওয়া নৌপুলিশ ফাঁড়ি পদ্মার বিভিন্ন পয়েন্টে উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন ইনচার্জ সিরাজুল কবীর। তিনি জানান, ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তাঁকে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। 

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদেরকে মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত