Ajker Patrika

জাবিতে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৫
জাবিতে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাংবাদিকের সঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের দুটি ধারা বাতিল ও ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা।

আজ বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, সংবাদ প্রকাশের জেরে গত সোমবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ারের সঙ্গে উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। 

এ সময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’ 

প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মোড়কে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের রূপ দেওয়া হয়েছে।’ 

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা বিধিতে যে নিবর্তনমূলক দুটি ধারা রয়েছে, এর সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও সম্পৃক্ত। এখানে যে কাজটি সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতা করেছেন, তার জন্য তাঁকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত