সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে গুলিবিদ্ধ এক তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এই সময় লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়।
নিহত তরুণীর নাম সাহিদা আক্তার (২২), তিনি ময়মনসিংহের বেগুনবাড়ি কোতোয়ালি থানার বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। সাহিদা রাজধানীর ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে অজ্ঞাত অবস্থায় সাহিদাকে এক যুবকের সঙ্গে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন স্থানীয়রা। এর কিছু সময় পর সাহিদার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন তারা। সাহিদার পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পড়েছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পিবিআই, ডিবি পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যায়। সেখানে সাহিদার হাতের আঙুলের চিহ্ন নিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ। দুপুরের দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেলে সাহিদার মাকে খবর দিলে তিনি থানায় এসে লাশ শনাক্ত করেন।
জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করা হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান নিহতের মায়ের বরাত দিয়ে জানান, রাজধানীর একটি বাড়িতে বাচ্চা পালনের কাজ করত সাহিদা। শুক্রবার রাত ৮টায় তিনি ওয়ারীর বাড়ি থেকে বের হন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।
আজ (শনিবার) দুপুরের পরে তার মা জানতে পারেন, তার মেয়ে গুলিতে মারা গেছে। তবে কার সঙ্গে, কেন সাহিদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিল, সেটি তাঁরা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করে দেখছে।’
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে গুলিবিদ্ধ এক তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এই সময় লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়।
নিহত তরুণীর নাম সাহিদা আক্তার (২২), তিনি ময়মনসিংহের বেগুনবাড়ি কোতোয়ালি থানার বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। সাহিদা রাজধানীর ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে অজ্ঞাত অবস্থায় সাহিদাকে এক যুবকের সঙ্গে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন স্থানীয়রা। এর কিছু সময় পর সাহিদার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন তারা। সাহিদার পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পড়েছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পিবিআই, ডিবি পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যায়। সেখানে সাহিদার হাতের আঙুলের চিহ্ন নিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ। দুপুরের দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেলে সাহিদার মাকে খবর দিলে তিনি থানায় এসে লাশ শনাক্ত করেন।
জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করা হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান নিহতের মায়ের বরাত দিয়ে জানান, রাজধানীর একটি বাড়িতে বাচ্চা পালনের কাজ করত সাহিদা। শুক্রবার রাত ৮টায় তিনি ওয়ারীর বাড়ি থেকে বের হন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।
আজ (শনিবার) দুপুরের পরে তার মা জানতে পারেন, তার মেয়ে গুলিতে মারা গেছে। তবে কার সঙ্গে, কেন সাহিদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিল, সেটি তাঁরা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করে দেখছে।’
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
৩ ঘণ্টা আগে