আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তা, ঢাবি সাদা দলের বিবৃতি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২৩: ৩১
Thumbnail image
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের ওপর সম্প্রতি রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে আওয়ামী লীগ দলীয় কতিপয় দুর্বৃত্ত তাঁর সঙ্গে যে ন্যক্কারজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তাতে আমরা ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।

আমরা মনে করি যে, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিদেশে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও চরম অবমাননার শামিল। আমরা এ ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিদেশে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনা প্রতিনিয়ত তার দলীয় নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের সরকার ও দেশের বিরুদ্ধে নানাভাবে উসকানি দিচ্ছে। এর ফলে জেনেভা এয়ারপোর্টে দুর্বৃত্তরা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার দুঃসাহস দেখিয়েছে বলে আমরা মনে করি।

সাদা দলের বিবৃতিতে আরও বলা হয়, আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না। তাই বাংলাদেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র প্রতিহত করা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান রাখছি। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

এদিকে আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে প্রতিবাদ সমাবেশ করে আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত