নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের ছুটি গতকাল রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর কর্মস্থলে যোগ দিতে ছুটিতে যাওয়া মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। তবে ট্রেনযোগে যাঁরা ফিরছেন তাঁদের অভিযোগ, ফিরতি যাত্রায়ও দেরি করছে ট্রেন।
আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে বেশ ভিড় ছিল। বেলা ১১টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে থামার পর যাত্রীরা নেমে ছুটতে শুরু করেন নিজ নিজ গন্তব্যে। দেখা গেছে কুলিদের হাঁকডাকও। কয়েক দিন ফাঁকা থাকার পর কমলাপুর যেন ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু ফজল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন ঢাকা ছেড়েছি। এ জন্য এক দিন ছুটি বাড়তি নিয়েছিলাম।’ ট্রেনের যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিড় ছিল ভালোই, অনেকেই দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল আসার পর অনেক মানুষ উঠেছে; বিশেষ করে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।’
এর আগে, সকাল ১০টায় পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ ট্রেনেও যাত্রীদের ভিড় ছিল। একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘যাওয়ার দিন নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে আসার সময় সেই কষ্ট হয়নি।’
ঢাকায় ফেরা সিরাজগঞ্জ এক্সপ্রেসের জুনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি ভিড় আছে ট্রেনে। এখন মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।’ আবু সুফিয়ান মনে করেন, এ সপ্তাহজুড়েই মানুষ ঢাকা ফিরবেন আর বেশি ভিড় হবে সামনের বৃহস্পতিবার ও শুক্রবার।
আবু সুফিয়ান বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটা বড় অংশ যাত্রী টাঙ্গাইল থেকে উঠেছে। আবার গার্মেন্টসগুলোতে এক থেকে দুদিন ছুটি বর্ধিত থাকে। এতে করে এসব যাত্রী আরও এক থেকে দুই দিন পর ঢাকা আসা শুরু করবে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিটি ট্রেনই দেরি করে ঢাকায় ঢুকছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ বেশি, ধারণক্ষমতার বাইরে যাত্রী উঠছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি আন্তনগর ট্রেন যথাসময়ে কমলাপুরে পৌঁছায়।
আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ব্যতীত কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। বুড়িমারী এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা দেরি করে ঢাকা ছেড়েছে। এটি সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আসছে দেরি করে, ছেড়ে গেছেও দেরি করে। এ ছাড়া একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্ব করেছে। বাকি দু-একটি ট্রেনে ১০ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। তবে তা যাত্রীদের প্রাধান্য দিতেই। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করেন তিনি।
তবে একইভাবে অনেককে ঢাকা ছাড়তে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেছে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, ১০টা ১৫ মিনিটে একতা এক্সপ্রেস, ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মাহাতাব আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা ছিলাম। এখন ঢাকা আবার যানজটের নগরীতে পরিণত হবে। তাই ঈদে ফাঁকা ঢাকায় ছিলাম, এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি।’
পবিত্র ঈদুল ফিতরের ছুটি গতকাল রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর কর্মস্থলে যোগ দিতে ছুটিতে যাওয়া মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। তবে ট্রেনযোগে যাঁরা ফিরছেন তাঁদের অভিযোগ, ফিরতি যাত্রায়ও দেরি করছে ট্রেন।
আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে বেশ ভিড় ছিল। বেলা ১১টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে থামার পর যাত্রীরা নেমে ছুটতে শুরু করেন নিজ নিজ গন্তব্যে। দেখা গেছে কুলিদের হাঁকডাকও। কয়েক দিন ফাঁকা থাকার পর কমলাপুর যেন ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু ফজল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন ঢাকা ছেড়েছি। এ জন্য এক দিন ছুটি বাড়তি নিয়েছিলাম।’ ট্রেনের যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিড় ছিল ভালোই, অনেকেই দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল আসার পর অনেক মানুষ উঠেছে; বিশেষ করে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।’
এর আগে, সকাল ১০টায় পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ ট্রেনেও যাত্রীদের ভিড় ছিল। একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘যাওয়ার দিন নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে আসার সময় সেই কষ্ট হয়নি।’
ঢাকায় ফেরা সিরাজগঞ্জ এক্সপ্রেসের জুনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি ভিড় আছে ট্রেনে। এখন মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।’ আবু সুফিয়ান মনে করেন, এ সপ্তাহজুড়েই মানুষ ঢাকা ফিরবেন আর বেশি ভিড় হবে সামনের বৃহস্পতিবার ও শুক্রবার।
আবু সুফিয়ান বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটা বড় অংশ যাত্রী টাঙ্গাইল থেকে উঠেছে। আবার গার্মেন্টসগুলোতে এক থেকে দুদিন ছুটি বর্ধিত থাকে। এতে করে এসব যাত্রী আরও এক থেকে দুই দিন পর ঢাকা আসা শুরু করবে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিটি ট্রেনই দেরি করে ঢাকায় ঢুকছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ বেশি, ধারণক্ষমতার বাইরে যাত্রী উঠছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি আন্তনগর ট্রেন যথাসময়ে কমলাপুরে পৌঁছায়।
আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ব্যতীত কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। বুড়িমারী এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা দেরি করে ঢাকা ছেড়েছে। এটি সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আসছে দেরি করে, ছেড়ে গেছেও দেরি করে। এ ছাড়া একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্ব করেছে। বাকি দু-একটি ট্রেনে ১০ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। তবে তা যাত্রীদের প্রাধান্য দিতেই। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করেন তিনি।
তবে একইভাবে অনেককে ঢাকা ছাড়তে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেছে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, ১০টা ১৫ মিনিটে একতা এক্সপ্রেস, ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মাহাতাব আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা ছিলাম। এখন ঢাকা আবার যানজটের নগরীতে পরিণত হবে। তাই ঈদে ফাঁকা ঢাকায় ছিলাম, এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি।’
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
২৯ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগে