ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ধামরাইয়ের বাড়বাড়িয়া ও এর আশপাশের শ্রমিক নিয়ে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিকস টেক্সটাইলের উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। পথিমধ্যে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ বাসে থাকা অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তবে, ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ধামরাইয়ের বাড়বাড়িয়া ও এর আশপাশের শ্রমিক নিয়ে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিকস টেক্সটাইলের উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। পথিমধ্যে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ বাসে থাকা অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তবে, ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৪১ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে