উত্তরা (ঢাকা) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে এক ছাত্রীকে অপহরণের ঘটনায় রাজধানীর খিলক্ষেত থেকে শামীম হোসাইন (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। একই সঙ্গে অপহৃত ছাত্রীকে (১৬) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেতের উত্তরপাড়ার জনৈক মো. শাহাদত হোসেনের বাসা থেকে ওই অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই অপহরণকারী হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার আবুল কাশেমের ছেলে শামীম।
র্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজ হতে বাড়ি ফেরার পথে গত ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ওই শিক্ষার্থী অপহৃত হয়। পরবর্তীতে ভিকটিমের স্বজনরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গোমস্তাপুর থানায় গত ২৩ ফেব্রুয়ারি একটি অপহরণ মামলা করেন।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, অপহরণ মামলার পর গোয়েন্দা কার্যক্রম চালিয়ে ভিকটিমের অবস্থান রাজধানীর খিলক্ষেত এলাকায় শনাক্ত করে গোমস্তাপুর থানা-পুলিশ। পরে তারা র্যাব-১ এর কাছে সহযোগিতা চাইলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এএসপি নোমান বলেন, উদ্ধার হওয়া ওই ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে অপহরণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে এক ছাত্রীকে অপহরণের ঘটনায় রাজধানীর খিলক্ষেত থেকে শামীম হোসাইন (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। একই সঙ্গে অপহৃত ছাত্রীকে (১৬) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেতের উত্তরপাড়ার জনৈক মো. শাহাদত হোসেনের বাসা থেকে ওই অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই অপহরণকারী হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার আবুল কাশেমের ছেলে শামীম।
র্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজ হতে বাড়ি ফেরার পথে গত ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ওই শিক্ষার্থী অপহৃত হয়। পরবর্তীতে ভিকটিমের স্বজনরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গোমস্তাপুর থানায় গত ২৩ ফেব্রুয়ারি একটি অপহরণ মামলা করেন।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, অপহরণ মামলার পর গোয়েন্দা কার্যক্রম চালিয়ে ভিকটিমের অবস্থান রাজধানীর খিলক্ষেত এলাকায় শনাক্ত করে গোমস্তাপুর থানা-পুলিশ। পরে তারা র্যাব-১ এর কাছে সহযোগিতা চাইলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এএসপি নোমান বলেন, উদ্ধার হওয়া ওই ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে অপহরণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
৪ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১ ঘণ্টা আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগে