নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলে টয়লেট ইজারার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দুই সাংবাদিক। মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য ওই দুই সাংবাদিকের বুম কেড়ে নেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাংবাদিকেরা হলেন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।
অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাঁদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।
ভুক্তভোগী সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ বলেন, ‘অফিশিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যাই ভিডিও স্টোরি করার জন্য। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক টেলিভিশন-পত্রিকায় রিপোর্টও হয়েছে।’
‘সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য তেড়ে আসেন। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলেন—‘যেতে হবে, বসেরা কথা বলবে।’ শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন, যা বলি তাই হবে।’
মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান বলেন, মেট্রোরেলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে যান তিনি।
এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মো. মহসিন বলেন, ‘সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার সদস্য ভুল করেছেন। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।’
মেট্রোরেলে টয়লেট ইজারার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দুই সাংবাদিক। মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য ওই দুই সাংবাদিকের বুম কেড়ে নেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাংবাদিকেরা হলেন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।
অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাঁদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।
ভুক্তভোগী সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ বলেন, ‘অফিশিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যাই ভিডিও স্টোরি করার জন্য। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক টেলিভিশন-পত্রিকায় রিপোর্টও হয়েছে।’
‘সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য তেড়ে আসেন। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলেন—‘যেতে হবে, বসেরা কথা বলবে।’ শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন, যা বলি তাই হবে।’
মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান বলেন, মেট্রোরেলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে যান তিনি।
এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মো. মহসিন বলেন, ‘সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার সদস্য ভুল করেছেন। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।’
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
৪৩ মিনিট আগেচেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান পরোয়ানা জারির এই নির্দেশ দেন। একই সঙ্গে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের...
১ ঘণ্টা আগেমানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় তাঁরা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালান। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে