ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় একটি বিলাসবহুল বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) হত্যাকাণ্ডের রহস্য পুলিশ উন্মোচন করেছে। পুলিশ বলছে, বাড়িতে ধনসম্পদ থাকার সন্দেহে চুরি করতে যায় স্থানীয় এক ব্যক্তিসহ তিনজন। কাঙ্ক্ষিত ধনসম্পদ না পেয়ে এবং ওই বাড়ির কেয়ারটেকার তাঁদের চিনে ফেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং হত্যাকাণ্ডের আলামত হিসেবে একটি হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা আলেখারকান্দা গ্রামের আল-আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামের অভি হাওলাদার (২৪) ও জেলা সদরের হাড়ুকান্দি এলাকার আব্দুর রহমান (২০)। তাঁরা একে অপরের পূর্বপরিচিত বলে পুলিশ জানিয়েছে। তাঁদের মধ্যে আব্দুর রহমানের নামে একটি চুরির মামলা রয়েছে এবং তিনি আগে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে ভর্তি ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল জলিল। এর আগে ৮ জানুয়ারি রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দি গ্রামের মৃত চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বিলাসবহুল বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন নূরজাহান বেগম (৭৫) ভাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পরে তদন্তকালে প্রতিবেশী আল-আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন এবং অন্য দুজনের নাম-ঠিকানা প্রকাশসহ হত্যাকাণ্ডের রোমহর্ষ বর্ণনা দেন বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও জানান, গত ৩১ ডিসেম্বর ভোররাতে চিকিৎসকের বাড়িতে চুরি করতে যান আসামিরা। ওই রাতেই বাড়ির দোতলায় তাঁকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করে পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, আসামিরা আগে থেকেই ঠিক করে রাখেন যে বাড়িতে ধনসম্পদ আছে। পরে তাঁরা যোগসাজশে বাড়িটিতে প্রবেশ করেন এবং বাড়ির আলমারিসহ বিভিন্ন জায়গায় খুঁজে দেখে ধনসম্পদ আছে কি না। তখন ফজরের নামাজ পড়া শেষে বাড়ির ভেতরে মানুষের উপস্থিতি টের পেয়ে দোতলায় যান ওহাব। তখন পাশের বাড়ির আল-আমিনকে চিনে ফেলায় মূলত তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
বাড়ির কোনো মালপত্র খোয়া গেছে কি না. এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, বাড়ির মালিক মৃত চিকিৎসক জামাল উদ্দিনের মেয়ে ফারহার সঙ্গে কথা হয়। ফারহা ইউএসএ অ্যাম্বাসিতে চাকরি করেন। তিনি আমাদের জানান, বাড়িটিতে কিছু আসবাবপত্র এবং থালাবাসন ছাড়া তেমন কিছুই নেই। সে ক্ষেত্রে তেমন কিছুই খোয়া যায়নি।
হত্যাকাণ্ডের ঘটনার আট দিন পর লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বাড়িটিতে কেয়ারটেকার ওহাব মাতুব্বর ছাড়া কেউ থাকেন না। ৮ জানুয়ারি সকালে ভাইকে দেখতে ভেজানো চিতইপিঠা নিয়ে ওই বাড়িতে যান বোন নূরজাহান বেগম। ডাকাডাকি করে ভাইকে না পেয়ে বাড়িতে চলে আসেন এবং ওই চিকিৎসকের স্ত্রী কামরুন্নাহার হেনাকে মোবাইলে কল করে ভাই কোথায় জিজ্ঞাসা করেন। পরে কামরুন্নাহার হেনা স্থানীয় এক ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে তাঁর বাড়িতে যেতে বলেন। ওই ব্যক্তি আরও কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে যান। ডাকাডাকি করে ওহাব মাতুব্বরকে না পেয়ে একপর্যায়ে চিলেকোটায় রশি দিয়ে হাত-পা বাঁধা উপুড় অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে পুলিশকে ৯৯৯-এ কল করে জানান তাঁরা। পরে ভাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গায় একটি বিলাসবহুল বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) হত্যাকাণ্ডের রহস্য পুলিশ উন্মোচন করেছে। পুলিশ বলছে, বাড়িতে ধনসম্পদ থাকার সন্দেহে চুরি করতে যায় স্থানীয় এক ব্যক্তিসহ তিনজন। কাঙ্ক্ষিত ধনসম্পদ না পেয়ে এবং ওই বাড়ির কেয়ারটেকার তাঁদের চিনে ফেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং হত্যাকাণ্ডের আলামত হিসেবে একটি হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা আলেখারকান্দা গ্রামের আল-আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামের অভি হাওলাদার (২৪) ও জেলা সদরের হাড়ুকান্দি এলাকার আব্দুর রহমান (২০)। তাঁরা একে অপরের পূর্বপরিচিত বলে পুলিশ জানিয়েছে। তাঁদের মধ্যে আব্দুর রহমানের নামে একটি চুরির মামলা রয়েছে এবং তিনি আগে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে ভর্তি ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল জলিল। এর আগে ৮ জানুয়ারি রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দি গ্রামের মৃত চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বিলাসবহুল বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন নূরজাহান বেগম (৭৫) ভাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পরে তদন্তকালে প্রতিবেশী আল-আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন এবং অন্য দুজনের নাম-ঠিকানা প্রকাশসহ হত্যাকাণ্ডের রোমহর্ষ বর্ণনা দেন বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও জানান, গত ৩১ ডিসেম্বর ভোররাতে চিকিৎসকের বাড়িতে চুরি করতে যান আসামিরা। ওই রাতেই বাড়ির দোতলায় তাঁকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করে পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, আসামিরা আগে থেকেই ঠিক করে রাখেন যে বাড়িতে ধনসম্পদ আছে। পরে তাঁরা যোগসাজশে বাড়িটিতে প্রবেশ করেন এবং বাড়ির আলমারিসহ বিভিন্ন জায়গায় খুঁজে দেখে ধনসম্পদ আছে কি না। তখন ফজরের নামাজ পড়া শেষে বাড়ির ভেতরে মানুষের উপস্থিতি টের পেয়ে দোতলায় যান ওহাব। তখন পাশের বাড়ির আল-আমিনকে চিনে ফেলায় মূলত তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
বাড়ির কোনো মালপত্র খোয়া গেছে কি না. এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, বাড়ির মালিক মৃত চিকিৎসক জামাল উদ্দিনের মেয়ে ফারহার সঙ্গে কথা হয়। ফারহা ইউএসএ অ্যাম্বাসিতে চাকরি করেন। তিনি আমাদের জানান, বাড়িটিতে কিছু আসবাবপত্র এবং থালাবাসন ছাড়া তেমন কিছুই নেই। সে ক্ষেত্রে তেমন কিছুই খোয়া যায়নি।
হত্যাকাণ্ডের ঘটনার আট দিন পর লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বাড়িটিতে কেয়ারটেকার ওহাব মাতুব্বর ছাড়া কেউ থাকেন না। ৮ জানুয়ারি সকালে ভাইকে দেখতে ভেজানো চিতইপিঠা নিয়ে ওই বাড়িতে যান বোন নূরজাহান বেগম। ডাকাডাকি করে ভাইকে না পেয়ে বাড়িতে চলে আসেন এবং ওই চিকিৎসকের স্ত্রী কামরুন্নাহার হেনাকে মোবাইলে কল করে ভাই কোথায় জিজ্ঞাসা করেন। পরে কামরুন্নাহার হেনা স্থানীয় এক ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে তাঁর বাড়িতে যেতে বলেন। ওই ব্যক্তি আরও কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে যান। ডাকাডাকি করে ওহাব মাতুব্বরকে না পেয়ে একপর্যায়ে চিলেকোটায় রশি দিয়ে হাত-পা বাঁধা উপুড় অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে পুলিশকে ৯৯৯-এ কল করে জানান তাঁরা। পরে ভাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।
ফরিদপুরে প্রায় ১০ বছর আগে ক্যারম খেলাকে কেন্দ্র করে ফারুক ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মামুন শিকদার (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
১ few সেকেন্ড আগেরাজশাহীর নওহাটা পৌর যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মো. আলাউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা নেওয়ার জন্যই চালক হুসাইন ব্যাপারী (১৩) হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে হত্যা করে রিকশার ব্যাটারি মাত্র সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়। এই হত্যাকাণ্ডের মামলায় মূল আসামিসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২৪ মিনিট আগেকিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে পাঁচ সদ
৩১ মিনিট আগে