নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।
রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।
হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে কোনো ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি তবে বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র পাঁচটি ট্রাক পণ্য নিয়ে দেশে ঢুকেছে। কী কারণে ভারত সরকার পণ্য রপ্তানি ব
৭ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের ব
১৬ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় পৃথক তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে থানায় এসব মামলা করা হয়। পৃথক তিন মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৭৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
১ ঘণ্টা আগে