নরসিংদী প্রতিনিধি
ছাত্রদলের দুই নেতা হত্যার ঘটনায় করা মামলায় নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মুশতাক আহমেদের আদালত আসামির সময় বাড়ানোর আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম বাবু।
গত ২৬ জানুয়ারি ঘোষিত জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিল ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে সংগঠনের পদবঞ্চিত নেতা কর্মীরা। গত ২৫ মে বিক্ষোভের সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হয় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম।
এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি ও তার স্ত্রী মহিলা দল নেত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলা এতদিন (চার সপ্তাহ) প্রধান আসামি উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের আজ শেষ দিন।
বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালতের চার সপ্তাহ জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল আসামি খায়রুল কবির খোকনের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে হাজির হতে সময় চেয়ে আবেদন করেন। আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’
বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আইনজীবী নজরুল ইসলাম বলেন, খোকন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, একই সঙ্গে তাঁর জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তার পক্ষে আদালতে আত্মসমর্পণের সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা বিবেচনায় না নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
এদিকে নিম্ন আদালতে খায়রুল কবির খোকনের আত্মসমর্পণের আজ শেষ দিন উপস্থিত থাকার গুঞ্জন আদালত চত্বরে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকে শহরের ডিসি রোডের নতুন শিল্পকলা একাডেমির প্রবেশ পথ মোড় থেকে জেলখানা মোড় ও এসপি অফিস পথে বিশেষ নিরাপত্তা বলয় দেখা যায়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (ডিএসবি) জানান, ‘আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রয়োজন সাপেক্ষে নিয়ে থাকি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।’
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের (আংশিক) জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পদ না পাওয়া সংগঠনের একাংশের নেতা কর্মীরা।
কমিটির ঘোষণার পর ওই রাতেই জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরদিন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের কেয়ারটেকার কাজল মিয়া বাদী হয়ে ছাত্রদল থেকে বহিষ্কৃত তিনজনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।
একইদিনে খায়রুল কবির খোকনসহ নয় নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাদের ওপর হামলা ও মারধরের অভিযোগ তুলে থানায় পাল্টা লিখিত অভিযোগ দেন পদবঞ্চিত নেতা ফাহিম রাজ অভি।
গত ১১ ফেব্রুয়ারি শিবপুর ইটাখোলা মোড়ে পদবঞ্চিত নেতাদের ওপর হামলার ঘটনায় থানায় আরেকটি লিখিত অভিযোগ দেন ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি। পরে এটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।
এতে অভিযোগ করা হয়, খায়রুল কবির খোকন তার ব্যক্তিগত লাইসেন্সকৃত অস্ত্র থেকে তাদের ওপর গুলি ছুড়েছেন। শিবপুর থানায় দায়ের করা সেই মামলায় খোকনসহ বিএনপির ১৮ নেতা–কর্মীকে আসামি করা হয়।
এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির সিনিয়র সহসভাপতি মাইনউদ্দিন ভূঁইয়া ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানকে সাময়িক বহিষ্কার এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহিম রাজ অভিকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।
আরও পড়ুন:
ছাত্রদলের দুই নেতা হত্যার ঘটনায় করা মামলায় নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মুশতাক আহমেদের আদালত আসামির সময় বাড়ানোর আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম বাবু।
গত ২৬ জানুয়ারি ঘোষিত জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিল ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে সংগঠনের পদবঞ্চিত নেতা কর্মীরা। গত ২৫ মে বিক্ষোভের সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হয় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম।
এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি ও তার স্ত্রী মহিলা দল নেত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলা এতদিন (চার সপ্তাহ) প্রধান আসামি উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের আজ শেষ দিন।
বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালতের চার সপ্তাহ জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল আসামি খায়রুল কবির খোকনের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে হাজির হতে সময় চেয়ে আবেদন করেন। আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’
বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আইনজীবী নজরুল ইসলাম বলেন, খোকন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, একই সঙ্গে তাঁর জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তার পক্ষে আদালতে আত্মসমর্পণের সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা বিবেচনায় না নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
এদিকে নিম্ন আদালতে খায়রুল কবির খোকনের আত্মসমর্পণের আজ শেষ দিন উপস্থিত থাকার গুঞ্জন আদালত চত্বরে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকে শহরের ডিসি রোডের নতুন শিল্পকলা একাডেমির প্রবেশ পথ মোড় থেকে জেলখানা মোড় ও এসপি অফিস পথে বিশেষ নিরাপত্তা বলয় দেখা যায়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (ডিএসবি) জানান, ‘আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রয়োজন সাপেক্ষে নিয়ে থাকি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।’
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের (আংশিক) জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পদ না পাওয়া সংগঠনের একাংশের নেতা কর্মীরা।
কমিটির ঘোষণার পর ওই রাতেই জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরদিন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের কেয়ারটেকার কাজল মিয়া বাদী হয়ে ছাত্রদল থেকে বহিষ্কৃত তিনজনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।
একইদিনে খায়রুল কবির খোকনসহ নয় নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাদের ওপর হামলা ও মারধরের অভিযোগ তুলে থানায় পাল্টা লিখিত অভিযোগ দেন পদবঞ্চিত নেতা ফাহিম রাজ অভি।
গত ১১ ফেব্রুয়ারি শিবপুর ইটাখোলা মোড়ে পদবঞ্চিত নেতাদের ওপর হামলার ঘটনায় থানায় আরেকটি লিখিত অভিযোগ দেন ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি। পরে এটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।
এতে অভিযোগ করা হয়, খায়রুল কবির খোকন তার ব্যক্তিগত লাইসেন্সকৃত অস্ত্র থেকে তাদের ওপর গুলি ছুড়েছেন। শিবপুর থানায় দায়ের করা সেই মামলায় খোকনসহ বিএনপির ১৮ নেতা–কর্মীকে আসামি করা হয়।
এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির সিনিয়র সহসভাপতি মাইনউদ্দিন ভূঁইয়া ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানকে সাময়িক বহিষ্কার এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহিম রাজ অভিকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।
আরও পড়ুন:
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
৭ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
১২ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩০ মিনিট আগে