ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।
আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’
গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।
আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’
গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে