নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিতে ২০ কোটি টাকা দাবির প্রতারণার মামলায় গ্রেপ্তার বাবা ও মেয়েকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।
বাবা ও মেয়ে হলেন মো. ইয়াসিন (৪৬) ও তার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (২২)।
বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুজনকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে আটক করে পুলিশ।
মনোনয়নপ্রত্যাশীদের মোবাইল নম্বর জোগাড় করে ২০ কোটি টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলতেন এই বাবা-মেয়ে। বিশ্বাস তৈরির জন্য ব্যবহার করতেন একটি বিশেষ অ্যাপ। কল দিলেই মোবাইল ফোনে ভেসে উঠত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তির নাম ও ছবি। সম্প্রতি একজন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ফোনে কল করেন এই প্রতারকেরা। বাবা-মেয়ে তাঁকে বলেন, ‘আপনার মনোনয়নের বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন। এ জন্য দলের ফান্ডে আপনাকে ২০ কোটি টাকা দিতে হবে। আপনি এই টাকা রেডি রাখবেন। যখন জমা দিতে বলা হবে, তখন দেবেন। আর অল্প সময়ের মধ্যে আপনি দেখা করবেন।’
মনোনয়নপ্রত্যাশী ওই নেতা পরে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে বিষয়টি জানান। এটি প্রতারণা বুঝতে পেরে তখন তিনি ডিবিতে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রতারক বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, বাবা ও মেয়ে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্য কারা তা খুঁজে বের করতে হবে। এ জন্য দুইজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিতে ২০ কোটি টাকা দাবির প্রতারণার মামলায় গ্রেপ্তার বাবা ও মেয়েকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।
বাবা ও মেয়ে হলেন মো. ইয়াসিন (৪৬) ও তার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (২২)।
বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুজনকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে আটক করে পুলিশ।
মনোনয়নপ্রত্যাশীদের মোবাইল নম্বর জোগাড় করে ২০ কোটি টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলতেন এই বাবা-মেয়ে। বিশ্বাস তৈরির জন্য ব্যবহার করতেন একটি বিশেষ অ্যাপ। কল দিলেই মোবাইল ফোনে ভেসে উঠত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তির নাম ও ছবি। সম্প্রতি একজন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ফোনে কল করেন এই প্রতারকেরা। বাবা-মেয়ে তাঁকে বলেন, ‘আপনার মনোনয়নের বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন। এ জন্য দলের ফান্ডে আপনাকে ২০ কোটি টাকা দিতে হবে। আপনি এই টাকা রেডি রাখবেন। যখন জমা দিতে বলা হবে, তখন দেবেন। আর অল্প সময়ের মধ্যে আপনি দেখা করবেন।’
মনোনয়নপ্রত্যাশী ওই নেতা পরে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে বিষয়টি জানান। এটি প্রতারণা বুঝতে পেরে তখন তিনি ডিবিতে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রতারক বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, বাবা ও মেয়ে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্য কারা তা খুঁজে বের করতে হবে। এ জন্য দুইজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৩৬ মিনিট আগে