অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সিনহার পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২০: ২৬
Thumbnail image
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ফাইল ছবি

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের পরিবারের সদস্যরা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাক্ষাৎ করেন মেজর সিনহার মা, বোনসহ কয়েকজন।

সাক্ষাৎ শেষে সিনহার মা ও বোন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সিনহার মা নাসিমা আক্তার বলেন, ‘আমার ছেলে হত্যার মামলায় যে রায় হয়েছে, সেটি দ্রুত কার্যকরের জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছি।’

বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ‘মামলার রায়ের তিন বছর পার হয়েছে। উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে যাতে দ্রুত রায়টি কার্যকর করা যায়; সেই বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য এসেছি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, যত দ্রুত সম্ভব শুনানি হবে।’

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন বাদী হয়ে টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ৩১ জানুয়ারি দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেন বিচারিক আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত