Ajker Patrika

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সিনহার পরিবারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ফাইল ছবি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ফাইল ছবি

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের পরিবারের সদস্যরা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাক্ষাৎ করেন মেজর সিনহার মা, বোনসহ কয়েকজন।

সাক্ষাৎ শেষে সিনহার মা ও বোন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সিনহার মা নাসিমা আক্তার বলেন, ‘আমার ছেলে হত্যার মামলায় যে রায় হয়েছে, সেটি দ্রুত কার্যকরের জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছি।’

বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ‘মামলার রায়ের তিন বছর পার হয়েছে। উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে যাতে দ্রুত রায়টি কার্যকর করা যায়; সেই বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য এসেছি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, যত দ্রুত সম্ভব শুনানি হবে।’

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন বাদী হয়ে টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ৩১ জানুয়ারি দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেন বিচারিক আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত