নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালর আজ রোববার সকালে ভোট দিয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এরপর তিনি আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের তিনি জানান, একটি প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি প্রার্থীদের এজেন্ট দেখেননি।
সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।’ পোলিং এজেন্ট কেন্দ্রে থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মাত্র (ভোট) শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটি সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।’
হরতাল-সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আমি বলতে পারব না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’
এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালর আজ রোববার সকালে ভোট দিয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এরপর তিনি আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের তিনি জানান, একটি প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি প্রার্থীদের এজেন্ট দেখেননি।
সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।’ পোলিং এজেন্ট কেন্দ্রে থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মাত্র (ভোট) শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটি সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।’
হরতাল-সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আমি বলতে পারব না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’
এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে