Ajker Patrika

ছাত্রদল নেতা শামিম ব্যাগ থেকে ককটেল বের করে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটান: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রদল নেতা শামিম ব্যাগ থেকে ককটেল বের করে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটান: ডিএমপি

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও পরবর্তীতে নাশকতার মূল পরিকল্পনাকারী এবং নাশকতায় সক্রিয় থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক শামিম মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। 

গ্রেপ্তার এই ছাত্রদল নেতা মহাসমাবেশের দিন পল্টনে বিএনপির দলীয় কার্যালয় এলাকা এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করছে পুলিশ। 

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খঃ মহিদ উদ্দিন। 

গতকাল মঙ্গলবার শামিম রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মহিদ উদ্দিন বলেন, ‘শামিম গত ২৬ অক্টোবর থেকে নাশকতার পরিকল্পনা করছিল, যার বাস্তবায়ন করেছিল ২৮ অক্টোবর। সেদিনের ভিডিও ফুটেজে দেখা গেছে, সে পল্টন পার্টি অফিস ও রাজারবাগ পুলিশ হাসপাতালে নাশকতার জন্য ঢুকেছিল। ব্যাগে করে ককটেল নিয়ে সে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘তার দলীয় পরিচয় আমরা জেনেছি। সে ঢাকা দক্ষিণ ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক। শামিম কেন্দ্রীয় এক নেতার নির্দেশনা অনুযায়ী সমাবেশের আগে দনিয়া ফুটওভার ব্রিজের নিচে গিয়ে মারুফ নামের একজনের থেকে একটি ব্যাগ সংগ্রহ করে। সেটি এনে রিয়াদ নামের একজনের কাছে নয়াপল্টনে পৌঁছে দেওয়ার জন্য। পরিকল্পনা অনুযায়ী সেটা করাও হয়। ২৮ তারিখে সে কাজগুলো তারা করতেও পারে সফলভাবে।’ 

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর সবুজবাগ থানার আওতাধীন গ্রীন মডেল টাউনের ভেতরের শেষ মাথায় খালপাড়ে কতিপয় দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা ও নাশকতা করছে। অল্প দূরে সবুজবাগ থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা দৌড়ে পালিয়ে যায়। 

সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি অবিস্ফোরিত ককটেল, একটি পেট্রল বোমা, দুইটি ২৫০ মিলিলিটার প্লাস্টিকের বোতলে ৫০০ মিলিলিটার পেট্রল, একটি নীল রঙের মোটরসাইকেল, একটি লাল রঙের হেলমেট। সেদিন জব্দ করা মোটরসাইকেলের সূত্র ধরে ছাত্রদল নেতা শামিম শনাক্ত করা গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

এ ছাড়া আজ বুধবার ভোরে রাজধানীর পল্লবীর ১১ নম্বর ওয়ালটনের গলিতে পার্কিং করা অবস্থায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগকারী হিসেবে মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারুফকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপি নেতা সাজ্জাদ কাউন্সিলর ও জসিমের নির্দেশে ও তাদের প্রত্যক্ষ সহায়তায় ও প্ররোচনায়, কেরোসিন ঢেলে এই বাসে আগুন দেয়। এই কাজের জন্য তাকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এই ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।’ 

বিএনপি তালাবদ্ধ অফিসের চাবি পুলিশের হাতে রয়েছে, দলটির এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে খঃ মহিদ উদ্দিন বলেন, ‘এর আগে একাধিকবার বলেছি। বিএনপি অফিসের চাবি তাদের হাতে। একাধিকবার স্পষ্ট করে বলেছি, এই চাবি তো আমাদের হাতে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত