পরিচয় শনাক্তের জন্য ঢাবির বাংলা বিভাগে শিক্ষার্থীদের কান–মুখ খোলা রাখতে হবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ মে ২০২৩, ২০: ৫৫

পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে পরিচয় শনাক্তের জন্য শিক্ষার্থীদের কান–মুখ খোলা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দেওয়া বিজ্ঞপ্তির কার্যক্রম বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।

এর আগে চলতি বছরের মার্চ মাসে শিক্ষার্থীদের পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিজ্ঞপ্তিটির কার্যকারিতা ছয় মাসের স্থগিত করে রুল জারি করেছিলেন। সেই রুলের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের রুলটি স্থগিত করেছেন। সেই সঙ্গে দুই মাসের মধ্যে হাইকোর্টে এ বিষয়ে জারি করা রুলটিও নিষ্পত্তি করতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর একটি নোটিশ দেন বাংলা বিভাগের চেয়ারম্যান। নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা চলাকালে পরিচয় শনাক্তের জন্য শিক্ষার্থীকে কানসহ মুখমণ্ডল দেখাতে হবে।

পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন তিন শিক্ষার্থী। রিটে শিক্ষাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। রিটের পক্ষে ছিলেন আইনজীবী বেলায়েত হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ। ঢাবি কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত