নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলা সাহিত্যের পঞ্চকবিদের একজন দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নজরুল ইসলাম ছাড়া পঞ্চকবির অন্য সদস্যদের নিয়ে খুব একটা আলোচনা হয় না। দ্বিজেন্দ্রলাল রায় তেমনই একজন।
আগামীকাল বুধবার তাঁর ১৬০তম জন্মদিন। তবে গানে আর আলোচনায় তাঁকে স্মরণ করার আয়োজন করেছে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। ‘ধন ধান্য পুষ্পভরা’ গানের এই গীতিকারকে স্মরণ করতে আজ মঙ্গলবার রাত ৮টায় ‘বেলা বয়ে যায়’ নামে অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
এই সংগঠনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। এতে অংশ নেবেন বাংলাদেশসহ ভারতের কলকাতা, গৌহাটি, শিলচরের ১০ জন শিক্ষার্থী। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন শিল্পী সুমন মুন্না।
অনুষ্ঠানে শিলচরের পংকজনাথ ‘ধন ধান্য পুষ্পভরা’ ও ‘আজি গাও মহাগীত’, গৌহাটির বাপী রায় ‘সুখের কথা বোলো না আর’ ও ‘আমরা এমনি এসে ভেসে’, সুনামগঞ্জের মনিকা দাস ‘বেলা বয়ে যায়’ ও ‘সে কেন দেখা দিল রে’, ময়মনসিংহের শুভ্রা জোয়ারদার ‘বঙ্গ আমার জননী’ ও ‘বরষা আইল ওই’, নারায়ণগঞ্জের ঈশিতা বড়ুয়া ‘এস প্রাণসখা এসো’ ও ‘নিখিল জগৎ সুন্দওন সব’, হালুয়াঘাটের রাজলক্ষ্মী সরকার ‘একবার গালভরা মা’ ও ‘আইল ঋতুরাজ সজনী’, ঢাকার সঙ্গীতা দাস ‘আমরা মলয় বাতাসে ভেসে যাব’ এবং চট্টগ্রামের মিতালী রায় ও নীল মজুমদার ‘আজি নূতন রতনে’ ও ‘ওই মহাসিন্ধুর ওপার’ গানগুলো গাইবেন।
রাধারমণ কেন্দ্রের প্রশিক্ষক ও শিল্পী বিশ্বজিৎ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রবীন্দ্র-নজরুল ছাড়া পঞ্চকবির অন্য প্রধানদের অনুষ্ঠান সরকারি পর্যায়ে তো নয়ই, বেসরকারি পর্যায়েও খুব একটা আয়োজন হয় না। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাতে হয় এ জন্য যে, তাঁরা দীর্ঘদিন ধরে পঞ্চকবির গানের অনুষ্ঠান নামে একটি পাক্ষিক অনুষ্ঠান চালু রেখেছেন। আমাদের পঞ্চকবির নাম উচ্চারণ করতে হবে সব জায়গায়। নইলে ‘ধন ধান্য পুষ্পভরা’ গানের রচয়িতা আমাদের জীবদ্দশায় হারিয়ে যাবেন।’
বাংলা সাহিত্যের পঞ্চকবিদের একজন দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নজরুল ইসলাম ছাড়া পঞ্চকবির অন্য সদস্যদের নিয়ে খুব একটা আলোচনা হয় না। দ্বিজেন্দ্রলাল রায় তেমনই একজন।
আগামীকাল বুধবার তাঁর ১৬০তম জন্মদিন। তবে গানে আর আলোচনায় তাঁকে স্মরণ করার আয়োজন করেছে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। ‘ধন ধান্য পুষ্পভরা’ গানের এই গীতিকারকে স্মরণ করতে আজ মঙ্গলবার রাত ৮টায় ‘বেলা বয়ে যায়’ নামে অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
এই সংগঠনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। এতে অংশ নেবেন বাংলাদেশসহ ভারতের কলকাতা, গৌহাটি, শিলচরের ১০ জন শিক্ষার্থী। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন শিল্পী সুমন মুন্না।
অনুষ্ঠানে শিলচরের পংকজনাথ ‘ধন ধান্য পুষ্পভরা’ ও ‘আজি গাও মহাগীত’, গৌহাটির বাপী রায় ‘সুখের কথা বোলো না আর’ ও ‘আমরা এমনি এসে ভেসে’, সুনামগঞ্জের মনিকা দাস ‘বেলা বয়ে যায়’ ও ‘সে কেন দেখা দিল রে’, ময়মনসিংহের শুভ্রা জোয়ারদার ‘বঙ্গ আমার জননী’ ও ‘বরষা আইল ওই’, নারায়ণগঞ্জের ঈশিতা বড়ুয়া ‘এস প্রাণসখা এসো’ ও ‘নিখিল জগৎ সুন্দওন সব’, হালুয়াঘাটের রাজলক্ষ্মী সরকার ‘একবার গালভরা মা’ ও ‘আইল ঋতুরাজ সজনী’, ঢাকার সঙ্গীতা দাস ‘আমরা মলয় বাতাসে ভেসে যাব’ এবং চট্টগ্রামের মিতালী রায় ও নীল মজুমদার ‘আজি নূতন রতনে’ ও ‘ওই মহাসিন্ধুর ওপার’ গানগুলো গাইবেন।
রাধারমণ কেন্দ্রের প্রশিক্ষক ও শিল্পী বিশ্বজিৎ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রবীন্দ্র-নজরুল ছাড়া পঞ্চকবির অন্য প্রধানদের অনুষ্ঠান সরকারি পর্যায়ে তো নয়ই, বেসরকারি পর্যায়েও খুব একটা আয়োজন হয় না। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাতে হয় এ জন্য যে, তাঁরা দীর্ঘদিন ধরে পঞ্চকবির গানের অনুষ্ঠান নামে একটি পাক্ষিক অনুষ্ঠান চালু রেখেছেন। আমাদের পঞ্চকবির নাম উচ্চারণ করতে হবে সব জায়গায়। নইলে ‘ধন ধান্য পুষ্পভরা’ গানের রচয়িতা আমাদের জীবদ্দশায় হারিয়ে যাবেন।’
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ছুড়ে হত্যার ঘটনার করা মামলায় মৃত এক যুবলীগ নেতাকে আসামি করা হয়েছে। তাঁর নাম হারুন মোড়ল (৫০)। তিনি উপজেলার সিংগারদীঘি গ্রামের মৃত জিল্লুর রহমান মোড়লের ছেলে ও মাওনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। গত বছরের ১৪ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে
২ ঘণ্টা আগেযশোরের কেশবপুরে জলাবদ্ধতার কারণে উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৫০ হেক্টর জমিতে হচ্ছে না বোরো আবাদ। গত বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে এলাকার মাঠঘাট জলাবদ্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
৩ ঘণ্টা আগেআমদানি পর্যাপ্ত হওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামে মিলছে না সয়াবিন তেল। যেসব বোতল পাওয়া যাচ্ছে, তা বিক্রি হচ্ছে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। সংকট কোথায় জানে না কেউ। সরকারের পক্ষ থেকে পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিলেও কোনো কার্যক্রম চোখে পড়ছে না।
৩ ঘণ্টা আগেবাতিঘর প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে বেশ ভিড়। বই কেনার পাশাপাশি জটলাটা লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে ঘিরে। অটোগ্রাফ আর সেলফি শিকারিদের কবলে পড়েছিলেন তিনি। একের পর এক নাম সই আর সেলফির আবদার মেটানো থেকে সাময়িক বিরতি নিয়ে কথা বললেন তিনি। জানালেন, বইমেলার শেষ দিকে কালই প্রথম মেলায় এসেছেন। এবার তাঁর দুটি
৩ ঘণ্টা আগে