অটোরিকশা বন্ধের ঘোষণায় রাজধানীর ডেমরায় সড়ক আটকে চালকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৩: ১৮
বুধবার সকাল থেকে ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশার চালকেরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। আজ বুধবার সকাল থেকে ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে তিন দিনের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন। প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী রিটটি আবেদন করেন।

বুধবার সকাল থেকে ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশার চালকেরা। ছবি: আজকের পত্রিকা
বুধবার সকাল থেকে ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশার চালকেরা। ছবি: আজকের পত্রিকা

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, প্যাডেলচালিত রিকশা সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত