Ajker Patrika

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৭
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি আবারও রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ রোববার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। 

তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মুজিবুর রহমান ভূঁইয়া সাত দিনের রিমান্ড আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। 

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বেলা ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় দুই থেকে তিন হাজার ছাত্র–জনতা আন্দোলন করতে থাকে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। একপর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও ওদের আক্রমণের মুখে পড়ে। তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন। 

এ ঘটনায় ২২ সেপ্টেম্বর ঢাকা–১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি। 

জ্যোতিকে ১৩ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন একটি হত্যা চেষ্টা মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত