নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি সহনীয় পর্যায়ে না আনলে দেশ টিকবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশের কারাগারগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম হাজির হলে শুনানিতে হাইকোর্ট এমন মন্তব্য করেন।
আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। এ সময় হাইকোর্ট বলেন, ‘বিষয়টি অনেকবার এসেছে। কারাগারে থাকা মানুষেরও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। সেবাটা দেওয়া দরকার। আমাদের তো কাউকে ডাকতে লজ্জা লাগে। এটা শোভনীয় না। আমরা বাধ্য হয়ে ডাকি।’
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘এটা কনসিডার করেন। স্বাস্থ্যের সমস্যা কোভিডের জন্য হয়েছে।’ হাইকোর্ট বলেন, ‘সরকার তো কোনো খাতেই টাকা কম দেয় না।’ ফরিদপুর মেডিকেলে দুর্নীতির বিষয়টি উল্লেখ করে আদালত বলেন, ‘৪০০ গুণ বেশি একটি জিনিসের দাম হতে পারে না। বিদেশিরা দেশ চালায় না।’ এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সব জায়গায় ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।’
শুনানির একপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ডেকে হাইকোর্ট বলেন, ‘এ দেশের মানুষ কিন্তু গরিব। মানুষ বিপদে পড়লেই ডাক্তারের কাছে যায়। এটা একটা মহান পেশা। ডাক্তাররাও সকাল থেকে রাত পর্যন্ত সেবা দেন। তাঁদের ব্যক্তিজীবন আছে বলে মনে হয় না। তার পরও মানুষ সেবা পায় না। আপনি বিষয়টি দেখবেন। গরিব দেশ হিসেবে যথেষ্ট টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয় সরকার। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কোনো কিছু গেলে রেসপন্স করবেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘যে বিলম্ব হয়েছে এটা অনিচ্ছাকৃত। আমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। আমি খুবই দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন হবে না।’
পরে আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২ মে দিন ঠিক করে দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন।
দুর্নীতি সহনীয় পর্যায়ে না আনলে দেশ টিকবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশের কারাগারগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম হাজির হলে শুনানিতে হাইকোর্ট এমন মন্তব্য করেন।
আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। এ সময় হাইকোর্ট বলেন, ‘বিষয়টি অনেকবার এসেছে। কারাগারে থাকা মানুষেরও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। সেবাটা দেওয়া দরকার। আমাদের তো কাউকে ডাকতে লজ্জা লাগে। এটা শোভনীয় না। আমরা বাধ্য হয়ে ডাকি।’
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘এটা কনসিডার করেন। স্বাস্থ্যের সমস্যা কোভিডের জন্য হয়েছে।’ হাইকোর্ট বলেন, ‘সরকার তো কোনো খাতেই টাকা কম দেয় না।’ ফরিদপুর মেডিকেলে দুর্নীতির বিষয়টি উল্লেখ করে আদালত বলেন, ‘৪০০ গুণ বেশি একটি জিনিসের দাম হতে পারে না। বিদেশিরা দেশ চালায় না।’ এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সব জায়গায় ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।’
শুনানির একপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ডেকে হাইকোর্ট বলেন, ‘এ দেশের মানুষ কিন্তু গরিব। মানুষ বিপদে পড়লেই ডাক্তারের কাছে যায়। এটা একটা মহান পেশা। ডাক্তাররাও সকাল থেকে রাত পর্যন্ত সেবা দেন। তাঁদের ব্যক্তিজীবন আছে বলে মনে হয় না। তার পরও মানুষ সেবা পায় না। আপনি বিষয়টি দেখবেন। গরিব দেশ হিসেবে যথেষ্ট টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয় সরকার। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কোনো কিছু গেলে রেসপন্স করবেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘যে বিলম্ব হয়েছে এটা অনিচ্ছাকৃত। আমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। আমি খুবই দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন হবে না।’
পরে আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২ মে দিন ঠিক করে দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১৮ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৩৯ মিনিট আগে