নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা বেগমকে (৪০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে মিরপুর থানা-পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম আহসান হাবীব আসামি মুক্তা বেগমকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মিরপুর থানার এসআই শফিয়ার রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মুক্তা রাজধানীর বিভিন্ন মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যান। গতকাল রোববারও একই কায়দায় মিরপুর ১০ নম্বরের একটি মার্কেট থেকে শাওন আফরোজ নামে এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। কিন্তু মেয়েটির চিৎকারে আশপাশের লোক এসে তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ের ওই ঘটনায় গতকাল রোববারও একটি মামলা হয় মিরপুর থানায়। শাওন আফরোজ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
মুক্তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় দেখা গেছে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা এবং তিনটি ছিনতাই মামলা।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে মুক্তা মাদক কেনাবেচায় একটি দলের নেতৃত্ব দেন আবার একটি ছিনতাই চক্রের নেতৃত্ব দেন।
এর আগে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, মুক্ত ছিনতাইয়ের আগে বিউটি পার্লার থেকে সেজেগুজে বের হয়ে মার্কেটে ঘুরে ঘুরে মেয়েদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিতেন।
মিরপুরে তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা বেগমকে (৪০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে মিরপুর থানা-পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম আহসান হাবীব আসামি মুক্তা বেগমকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মিরপুর থানার এসআই শফিয়ার রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মুক্তা রাজধানীর বিভিন্ন মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যান। গতকাল রোববারও একই কায়দায় মিরপুর ১০ নম্বরের একটি মার্কেট থেকে শাওন আফরোজ নামে এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। কিন্তু মেয়েটির চিৎকারে আশপাশের লোক এসে তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ের ওই ঘটনায় গতকাল রোববারও একটি মামলা হয় মিরপুর থানায়। শাওন আফরোজ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
মুক্তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় দেখা গেছে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা এবং তিনটি ছিনতাই মামলা।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে মুক্তা মাদক কেনাবেচায় একটি দলের নেতৃত্ব দেন আবার একটি ছিনতাই চক্রের নেতৃত্ব দেন।
এর আগে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, মুক্ত ছিনতাইয়ের আগে বিউটি পার্লার থেকে সেজেগুজে বের হয়ে মার্কেটে ঘুরে ঘুরে মেয়েদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিতেন।
ঢাকার আশুলিয়ায় ডাকাতের চাপাতির আঘাতে এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। ডাকাতেরা আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ রোববার রাতে নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৮)। তিনি আশুলিয়ার গোপীনাথপুরের দয়াল দাসের ছেলে।
৯ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে কাজের সন্ধানে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী, যিনি মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারে ত্যাজ্য হন ও স্বামীর পরিত্যক্তা হয়ে পড়েন। শনিবার রাতে ইকুরিয়া এলাকায় তাকে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং আরও দুইজনের সন্ধান
৪৩ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। চার দিন পেরিয়ে গেলেও আজ রোববার পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।
১ ঘণ্টা আগেচাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে