Ajker Patrika

বিউটি পার্লার থেকে সেজে ছিনতাই: মুক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিউটি পার্লার থেকে সেজে ছিনতাই: মুক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ 

মিরপুরে তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা বেগমকে (৪০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেলে মিরপুর থানা-পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম আহসান হাবীব আসামি মুক্তা বেগমকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মিরপুর থানার এসআই শফিয়ার রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মুক্তা রাজধানীর বিভিন্ন মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যান। গতকাল রোববারও একই কায়দায় মিরপুর ১০ নম্বরের একটি মার্কেট থেকে শাওন আফরোজ নামে এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। কিন্তু মেয়েটির চিৎকারে আশপাশের লোক এসে তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ের ওই ঘটনায় গতকাল রোববারও একটি মামলা হয় মিরপুর থানায়। শাওন আফরোজ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মুক্তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় দেখা গেছে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা এবং তিনটি ছিনতাই মামলা।

পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে মুক্তা মাদক কেনাবেচায় একটি দলের নেতৃত্ব দেন আবার একটি ছিনতাই চক্রের নেতৃত্ব দেন।

এর আগে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, মুক্ত ছিনতাইয়ের আগে বিউটি পার্লার থেকে সেজেগুজে বের হয়ে মার্কেটে ঘুরে ঘুরে মেয়েদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত