নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা এক মামলায় ১৫৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিএনপির নেতা-কর্মীরা বুধবার আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন।
ব্যারিস্টার কায়সার কামাল আজকের পত্রিকাকে বলেন, পুলিশের করা মামলায় ৩১৩ জনের মধ্যে ১৫৩ জন আগাম জামিন নিয়েছেন। বাকিদের বিষয়ে আগামী রোববার শুনানি হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন-কর্মী নিহতের ঘটনায় বিচারের দাবিতে গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিক্ষোভের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পরদিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত হাজারজনকে আসামি করা হয়।
একটি মামলার বাদী মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাইনউদ্দিন, যাতে সরকারি অস্ত্র-গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়।
অন্যদিকে মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ এনে মামলা করেন স্থানীয় শ্রমিক লীগের নেতা আবদুল মালেক।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আাইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, মো. কামাল হোসেন ও রোকনুজ্জামান সুজা।
মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা এক মামলায় ১৫৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিএনপির নেতা-কর্মীরা বুধবার আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন।
ব্যারিস্টার কায়সার কামাল আজকের পত্রিকাকে বলেন, পুলিশের করা মামলায় ৩১৩ জনের মধ্যে ১৫৩ জন আগাম জামিন নিয়েছেন। বাকিদের বিষয়ে আগামী রোববার শুনানি হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন-কর্মী নিহতের ঘটনায় বিচারের দাবিতে গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিক্ষোভের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পরদিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত হাজারজনকে আসামি করা হয়।
একটি মামলার বাদী মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাইনউদ্দিন, যাতে সরকারি অস্ত্র-গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়।
অন্যদিকে মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ এনে মামলা করেন স্থানীয় শ্রমিক লীগের নেতা আবদুল মালেক।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আাইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, মো. কামাল হোসেন ও রোকনুজ্জামান সুজা।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে