মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ১৫৩ নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০: ১৮
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১: ২৩

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা এক মামলায় ১৫৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিএনপির নেতা-কর্মীরা বুধবার আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন।

ব্যারিস্টার কায়সার কামাল আজকের পত্রিকাকে বলেন, পুলিশের করা মামলায় ৩১৩ জনের মধ্যে ১৫৩ জন আগাম জামিন নিয়েছেন। বাকিদের বিষয়ে আগামী রোববার শুনানি হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন-কর্মী নিহতের ঘটনায় বিচারের দাবিতে গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিক্ষোভের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পরদিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত হাজারজনকে আসামি করা হয়।

একটি মামলার বাদী মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাইনউদ্দিন, যাতে সরকারি অস্ত্র-গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়।

অন্যদিকে মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ এনে মামলা করেন স্থানীয় শ্রমিক লীগের নেতা আবদুল মালেক।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আাইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, মো. কামাল হোসেন ও রোকনুজ্জামান সুজা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত