Ajker Patrika

সেই শিশু স্বজনদের জিম্মায়, আর ঝগড়া করবেন না বলে কথা দিয়েছেন বাবা–মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেই শিশু স্বজনদের জিম্মায়, আর ঝগড়া করবেন না বলে কথা দিয়েছেন বাবা–মা

সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সেই শিশুকে স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ। এ ছাড়া বাবা–মাও কথা দিয়েছেন, তাঁরা সন্তানের সামনে আর ঝগড়া–বিবাদ করবেন না। 

আজ শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

ওসি মহসীন বলেছেন, ‘শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরিবার দাবি করেছে, মা মানসিকভাবে অসুস্থ, তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাউন্সেলিং করতে হবে। তিনি এর আগেও মনোরোগ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।’ 

গতকাল শুক্রবার বিকেলে ৯৯৯–এ ফোনকল পেয়ে আট বছর বয়সী ওই শিশুকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশ। 

অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের কাছে শিশুটি জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন। বাবা তাকে বলেছেন, কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এ জন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। কল দিয়ে সে মায়ের বিরুদ্ধে নির্যাতনের নালিশ দিয়েছে। 

শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে উদ্ধার ও মাকে আটকের পর থানায় পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ডাকা হয়। ওসি মহসীন জানিয়েছেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিশুটিকে তার দাদা, নানা, নানিসহ অন্য স্বজনেরা এসে তাদের জিম্মায় নিয়ে যান। শিশুটির বাবা–মা সন্তানের সামনে আর ঝগড়া করবেন না বলেও পুলিশকে কথা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত