নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা।
তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’
শ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা।
তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’
শ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
৫ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
৪০ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে