Ajker Patrika

জলাবদ্ধতার সমস্যা জানিয়ে ডিএসসির নিয়ন্ত্রণকক্ষে ৭৮টি কল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৪, ২২: ১০
জলাবদ্ধতার সমস্যা জানিয়ে ডিএসসির নিয়ন্ত্রণকক্ষে ৭৮টি কল 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনে ডিএসসিসির পক্ষ থেকে গতকাল সোমবার নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। পাঁচ সদস্যের পরিচ্ছন্নতাকর্মীদের ৯১টি দল গঠন করা হয় তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য।

গতকাল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত জলাবদ্ধতার সমস্যা জানিয়ে দক্ষিণ সিটির নাগরিকদের পক্ষ থেকে ১২০টি ফোনকল পেয়েছে সেই নিয়ন্ত্রণকক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষে মোট ১২০টি ফোনকল এসেছে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজট–সংক্রান্ত ফোনকলের সংখ্যা ৭৮। সেসব স্থানে করপোরেশনের লোকবল কাজ করছে। এ ছাড়া ৪২টি ফোনকল ছিল ঝড়ে গাছ পড়ে যাওয়া সংক্রান্ত।

গতকালের ঝড়ে করপোরেশনের আওতাধীন এলাকায় ৯৪টি বড় গাছ পড়ে গেছে। এর মধ্যে অধিকাংশ গাছ কেটে সরানো হয়েছে। বাকি কিছু গাছ সরানোর কার্যক্রম চলমান। পড়ে যাওয়া একটি গাছ অপসারণের কার্যক্রম চলমান।

এ ছাড়া মোট ৬টি সড়কবাতি পোল পড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব পোল প্রতিস্থাপন ও মেরামত প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএসসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত