নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির গণসমাবেশ নিয়ে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। নানা জটিলতার পর দলটি আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করেছে ডিএমপির বেঁধে দেওয়া ২৬ শর্তে। সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভীতি, শঙ্কা। শনিবার সকাল থেকেই এই ভয়-শঙ্কার প্রতিফলন ঘটেছে সড়কে। সড়কে গণপরিবহন নেই বললেই চলে, তবে কমেছে সাধারণ মানুষের সংখ্যাও। সরকারি ছুটি আর বিএনপির সমাবেশ—সব মিলিয়ে বেশ ফাঁকা রাজধানীর বিভিন্ন সড়ক।
আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, তেজগাঁও, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, বনশ্রী, যাত্রাবাড়ী, পোস্তগোলা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতি মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন এলাকায় সড়কে অস্থায়ী প্যান্ডেল করে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক আটকে রাখতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। একপাশের সড়কে চলছে যানবাহন। তবে কী কারণে বন্ধ রাখা হয়েছে তা জানাতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, বেশ ফাঁকা ক্যাম্পাস। তবে সতর্ক অবস্থানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের।
গোলাপবাগে বিএনপির সমাবেশ হওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদের র্যাম্প। হানিফ ফ্লাইওভারের ওপর অবস্থান নিয়েছে পুলিশ। বেশির ভাগ মোটরসাইকেলকেই তল্লাশি করে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে।
বাড্ডার কামরুজ্জামান যাবেন কুড়িল বিশ্বরোডে। আত্মীয়র বাড়িতে। তবে আধা ঘণ্টা ধরে দাঁড়িয়েও বাসের দেখা পাননি তিনি। বাধ্য হয়ে খুঁজছিলেন সিএনজিচালিত অটোরিকশা। তবে আকাশচুম্বী ভাড়ায় দিশেহারা কামরুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইখান থেকে কুড়িল বড়জোর পাঁচ কিলোমিটার। কিন্তু বাস নাই। সিএনজি ভাড়া চাইছে ৩০০ টাকা। কী আর করার, হেঁটেই যাব।’
কেরানীগঞ্জ থেকে ঢাকার কর্মস্থলে আসছিলেন গণমাধ্যমকর্মী হজরত গাজী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তায় পুলিশের চেয়ে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান বেশি। বিভিন্ন পয়েন্টে তাঁরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করছে—কোথায় যাব, কেন যাবে।’
কারওয়ান বাজারের পথে আনন্দ সিনেমা হলের দিকে বাস স্টপেজে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা চোখে পড়ছে। কমলাপুরগামী এক যাত্রী আব্দুল লতিফ দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করছিলেন। না পেয়ে সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার চেষ্টা করেও হতাশ হলেন। কারণ কেউই সেদিকে যেতে চাইছেন না। কারণ হিসেবে এক সিএনজিওয়ালা জানালেন, কমলাপুরের সব রাস্তা সমাবেশের জন্য বন্ধ করে রাখা হয়েছে ৷ তাই ওদিকে কেউ যাবে না।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান
সকাল ৮টা ১৫ মিনিটে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে দেখা যায় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। কথা হয় এই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বিধান নাথ দীপুর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকেই আমরা এখানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা রুখে দেব।’
শ্যামলী কলেজগেট জেনেভা ক্যাম্পের সড়কের মুখে, গাবতলী মাজার রোড, বেড়িবাঁধ রোডসহ বেশ কয়েকটি সড়কের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলছে এমন অবস্থান কর্মসূচি। এসব অস্থায়ী মঞ্চে লাগানো মাইকে চলছে দেশের গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কোনো কোনো মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও সেখানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বসে থেকে গল্প-গুজব করতে দেখা গেছে।
মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় কাফরুল রোডের মাথায় বিশাল এক মঞ্চে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতা-কর্মীর উপস্থিত দেখা গেছে। মাইকে চলছিল দেশের গান। উপস্থিত এক ব্যক্তি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবি করে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তাঁর নির্দেশেই এখান থেকে উঠে যাব। বিএনপি-জামায়াতের অপশক্তি রুখে দিতে যা করার তা-ই করব।
মাঝে মাঝেই উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন সে সময়। শেওড়াপাড়া, কাজীপাড়া ও মণিপুরীপাড়া এলাকায় দলীয় কোনো অবস্থান চোখে না পড়লেও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। বিশেষ করে খেজুরবাগান এলাকায় পুলিশ তৎপর আছে।
৯টা ২৫ মিনিটে ফার্মগেট এলাকার ফার্মভিউ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেডের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
বেশ কয়েক দিন ধরেই নয়াপল্টনে সমাবেশ আয়োজনের দাবিতে বিএনপির অনড় অবস্থার অবসান ঘটেছে। গোলাপবাগ মাঠে দলটি সমাবেশ করছে আজ শনিবার। বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা সমাবেশের। এদিকে নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে নেওয়া হয়।
বিএনপির গণসমাবেশ নিয়ে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। নানা জটিলতার পর দলটি আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করেছে ডিএমপির বেঁধে দেওয়া ২৬ শর্তে। সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভীতি, শঙ্কা। শনিবার সকাল থেকেই এই ভয়-শঙ্কার প্রতিফলন ঘটেছে সড়কে। সড়কে গণপরিবহন নেই বললেই চলে, তবে কমেছে সাধারণ মানুষের সংখ্যাও। সরকারি ছুটি আর বিএনপির সমাবেশ—সব মিলিয়ে বেশ ফাঁকা রাজধানীর বিভিন্ন সড়ক।
আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, তেজগাঁও, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, বনশ্রী, যাত্রাবাড়ী, পোস্তগোলা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতি মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন এলাকায় সড়কে অস্থায়ী প্যান্ডেল করে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক আটকে রাখতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। একপাশের সড়কে চলছে যানবাহন। তবে কী কারণে বন্ধ রাখা হয়েছে তা জানাতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, বেশ ফাঁকা ক্যাম্পাস। তবে সতর্ক অবস্থানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের।
গোলাপবাগে বিএনপির সমাবেশ হওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদের র্যাম্প। হানিফ ফ্লাইওভারের ওপর অবস্থান নিয়েছে পুলিশ। বেশির ভাগ মোটরসাইকেলকেই তল্লাশি করে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে।
বাড্ডার কামরুজ্জামান যাবেন কুড়িল বিশ্বরোডে। আত্মীয়র বাড়িতে। তবে আধা ঘণ্টা ধরে দাঁড়িয়েও বাসের দেখা পাননি তিনি। বাধ্য হয়ে খুঁজছিলেন সিএনজিচালিত অটোরিকশা। তবে আকাশচুম্বী ভাড়ায় দিশেহারা কামরুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইখান থেকে কুড়িল বড়জোর পাঁচ কিলোমিটার। কিন্তু বাস নাই। সিএনজি ভাড়া চাইছে ৩০০ টাকা। কী আর করার, হেঁটেই যাব।’
কেরানীগঞ্জ থেকে ঢাকার কর্মস্থলে আসছিলেন গণমাধ্যমকর্মী হজরত গাজী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তায় পুলিশের চেয়ে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান বেশি। বিভিন্ন পয়েন্টে তাঁরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করছে—কোথায় যাব, কেন যাবে।’
কারওয়ান বাজারের পথে আনন্দ সিনেমা হলের দিকে বাস স্টপেজে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা চোখে পড়ছে। কমলাপুরগামী এক যাত্রী আব্দুল লতিফ দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করছিলেন। না পেয়ে সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার চেষ্টা করেও হতাশ হলেন। কারণ কেউই সেদিকে যেতে চাইছেন না। কারণ হিসেবে এক সিএনজিওয়ালা জানালেন, কমলাপুরের সব রাস্তা সমাবেশের জন্য বন্ধ করে রাখা হয়েছে ৷ তাই ওদিকে কেউ যাবে না।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান
সকাল ৮টা ১৫ মিনিটে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে দেখা যায় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। কথা হয় এই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বিধান নাথ দীপুর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকেই আমরা এখানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা রুখে দেব।’
শ্যামলী কলেজগেট জেনেভা ক্যাম্পের সড়কের মুখে, গাবতলী মাজার রোড, বেড়িবাঁধ রোডসহ বেশ কয়েকটি সড়কের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলছে এমন অবস্থান কর্মসূচি। এসব অস্থায়ী মঞ্চে লাগানো মাইকে চলছে দেশের গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কোনো কোনো মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও সেখানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বসে থেকে গল্প-গুজব করতে দেখা গেছে।
মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় কাফরুল রোডের মাথায় বিশাল এক মঞ্চে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতা-কর্মীর উপস্থিত দেখা গেছে। মাইকে চলছিল দেশের গান। উপস্থিত এক ব্যক্তি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবি করে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তাঁর নির্দেশেই এখান থেকে উঠে যাব। বিএনপি-জামায়াতের অপশক্তি রুখে দিতে যা করার তা-ই করব।
মাঝে মাঝেই উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন সে সময়। শেওড়াপাড়া, কাজীপাড়া ও মণিপুরীপাড়া এলাকায় দলীয় কোনো অবস্থান চোখে না পড়লেও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। বিশেষ করে খেজুরবাগান এলাকায় পুলিশ তৎপর আছে।
৯টা ২৫ মিনিটে ফার্মগেট এলাকার ফার্মভিউ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেডের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
বেশ কয়েক দিন ধরেই নয়াপল্টনে সমাবেশ আয়োজনের দাবিতে বিএনপির অনড় অবস্থার অবসান ঘটেছে। গোলাপবাগ মাঠে দলটি সমাবেশ করছে আজ শনিবার। বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা সমাবেশের। এদিকে নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে নেওয়া হয়।
নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৬ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১৭ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে